Forest Volunteers Recruitment: ফরেস্ট ভলেন্টিয়ার নিয়োগ করবে রাজ্য, জেনে নিন কত পাবেন বেতন, কতদিন থাকবে চাকরির মেয়াদ

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গে বেকারদের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। বেকারদের সংখ্যা বৃদ্ধি পেতেই চাকরির জন্য তাদের এদিক ওদিক ছোটাছুটি করতে হচ্ছে। রাজ্যে এইভাবে বেকারদের সংখ্যা বৃদ্ধি পাওয়া, কর্মসংস্থান কমে যাওয়া ইত্যাদি নিয়ে বারংবার বিরোধীরা রাজ্য সরকারকে খোঁচা দিতে ছাড়ছে না। তবে এসবের মধ্যেই রাজ্য সরকারের (WB Government) তরফ থেকে বুধবার নতুন এক সুখবর দেওয়া হলো।

রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন ঘোষণায় ফরেস্ট ভলেন্টিয়ার নিয়োগের (Forest Volunteers Recruitment) কথা জানালেন। মঙ্গলবার পুরুলিয়ার প্রশাসনিক সভায় তিনি এমন ফরেস্ট ভলেন্টিয়ার নিয়োগের বিষয়ে ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন ঘোষণার পর এখন অনেক বেকার যুবক-যুবতীরা নতুন করে চাকরির স্বপ্ন দেখছেন।

রাজ্যে যেমন সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে ভিলেজ পুলিশ ইত্যাদি রয়েছেন ঠিক সেইরকমই ফরেস্ট ভলেন্টিয়াররা বনকর্মীদের মত কাজ করবেন। ফরেস্ট ভলেন্টিয়ার হিসেবে এক হাজার জনকে নিয়োগ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ সাল থেকে ৭৩৮ জনের আবেদন পাওয়া গিয়েছে আর সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই এক হাজার শূন্য পদ তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন 👉 Civic Volunteer’s Promotion: সিভিক ভলেন্টিয়ারদের জন্য সুখবর, বিশাল পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার

ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, সুন্দরবন এলাকায় অনেক পরিবার রয়েছে যারা হাতির হামলা অথবা অন্য কোন কারণে নিজেদের পরিবারের কাউকে না কাউকে হারিয়েছেন। ফরেস্ট ভলেন্টিয়ার হিসেবে নিয়োগের ক্ষেত্রে এই সকল পরিবারের ৭০০ জনকে নিয়োগ করা হবে বা তাদের অগ্রাধিকার দেওয়া হবে। রাজ্য সরকার মনে করছে, এই সকল পরিবারদের হাতে এমন চাকরি দিতে পারলে তারা অনেক উপকৃত হবেন।

ফরেস্ট ভলেন্টিয়ার হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সকল চাকরি প্রার্থীদের নিয়োগের ঘোষণা করেছেন, সেই ঘোষণা অনুযায়ী নিযুক্তরা প্রতি মাসে ১২০০০ টাকা করে বেতন পাবেন। অন্যদিকে তাদের চাকরি থাকবে ৬০ বছর পর্যন্ত। তবে ৬০ বছর পর পেনশন অথবা অন্য কোন সুবিধা থাকবে কিনা তা সম্পর্কে এখনই কিছু জানা যায়নি। অন্যদিকে এই সকল শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে পরবর্তী কী পদক্ষেপ রয়েছে তা সময়ের পরিপ্রেক্ষিতে জানা যাবে বলেই জানা যাচ্ছে।