৯.৫ লক্ষ পড়ুয়াকে বিনামূল্যে দেওয়া হবে ট্যাব, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর মুখ থেকে একাধিক জনদরদি ঘোষণা শোনা যাবে তা আগে থেকেই আভাস পাচ্ছিলেন রাজ্যের বাসিন্দারা। আর সেই আভাসকে সত্যি করে মাত্র কয়েক দিনের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক জনদরদি প্রকল্প থেকে ঘোষণা করলেন।

Advertisements

Advertisements

দিন কয়েক আগেই তিনি রাজ্য সরকারের ১১টি প্রকল্পকে রাজ্যের বাসিন্দাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য ‘দুয়ারে সরকার’ কর্মসূচির ঘোষণা করেন। এই কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী, কন্যাশ্রীর মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলিকে মানুষের সামনে তুলে ধরা হচ্ছে এবং সেই সকল প্রকল্পের সুবিধা সাধারণ মানুষদের দেওয়া হচ্ছে।

Advertisements

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্ন থেকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আগামী বছর জানুয়ারি মাসে ৩% ডিএ দেওয়ার ঘোষণা করেন। তবে শুধু সরকারি কর্মচারীদের জন্যই নয়, পাশাপাশি কল্পতরু হয়ে স্কুল পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করলেন তিনি। জানালেন রাজ্যের ৯.৫ লক্ষ স্কুল পড়ুয়াকে ট্যাব দেওয়া হবে পড়াশোনার জন্য।

ইতিমধ্যেই রাজ্যের সরকারি স্কুল পড়ুয়াদের জন্য রয়েছে সবুজ সাথী প্রকল্প। যে প্রকল্পের মাধ্যমে স্কুল পড়ুয়ারা বিনামূল্যে সাইকেল পেয়ে থাকে। পাশাপাশি রয়েছে বই খাতা দেওয়ার ব্যবস্থা, মিড ডে মিল। আর এবার পড়াশোনার জন্য ট্যাব বিতরণ অভিনব সংযোজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মত, বর্তমান পরিস্থিতিতে এই ট্যাব বিনামূল্যে পেলে বহু স্কুল পড়ুয়াই উপকৃত হবে।

মূলত রাজ্য তথা দেশে করোনা সংক্রমণের জন্য মার্চ মাস থেকে বন্ধ স্কুল কলেজ। বেশকিছু রাজ্য ইতিমধ্যেই স্কুল-কলেজ খুলে দেওয়ার পথে হাঁটলেও পশ্চিমবঙ্গ এখনো সেই সাহস দেখাতে পারেনি। যে কারণে রাজ্যের পড়ুয়াদের পড়াশোনার একমাত্র মাধ্যম হলো অনলাইন। কিন্তু এই অনলাইন পড়াশোনায় বহু দুঃস্থ দরিদ্র পরিবারের পড়ুয়ারা বঞ্চিত হচ্ছেন উপযুক্ত পরিকাঠামোর অভাবে। তবে সেই জায়গায় এই ট্যাব অনেকটাই পরিপূরক হিসাবে কাজ করবে।

তবে মুখ্যমন্ত্রী এই ঘোষণাকে ভোটবাক্স মজবুত করার হাতিয়ার বলেই মনে করছেন রাজনৈতিক মহলের ব্যক্তিত্বরা। তবে এবিষয়ে রাজ্য সরকার কোনরকম কান দিতে নারাজ। রাজ্য সরকারের দাবি, পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই ট্যাব দেওয়া হবে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের বলে জানান মুখ্যমন্ত্রী। তবে রাজ্যের ৯.৫ লক্ষ স্কুল পড়ুয়াকে বিনামূল্যে ট্যাব দেওয়ার ঘোষণা করলেও কবে থেকে এই ট্যাব বিলি শুরু করা হবে তা সম্পর্কে এখনই কোন দিনক্ষণ ঘোষণা করেননি।

Advertisements