ফের কবে খুলবে স্কুলের দরজা, কি জানালেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদন : দেশ তথা রাজ্যে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকেই বন্ধ হয়ে যায় স্কুলের দরজা। দীর্ঘ এই সময় স্কুল বন্ধ থাকলেও নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের নিয়ে দুবার স্কুল খোলার নির্দেশিকা জারি করে রাজ্য সরকার। নির্দেশিকা অনুযায়ী স্কুল খুললেও তা দীর্ঘস্থায়ী হয়নি।

স্কুল খোলার কিছুদিনের মধ্যেই পুনরায় সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে তা বন্ধ হয়ে যায়। নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা এই সুযোগে স্কুলের মুখ দেখলেও প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা দীর্ঘদিন ধরে স্কুল থেকে দূরে রয়েছে। সম্প্রতি তৃতীয় ঢেউয়ের দাপট কিছুটা কমতে শুরু করলে অভিভাবক থেকে প্রত্যেকের মধ্যেই প্রশ্ন কবে আবার খুলবে স্কুলের দরজা? এই নিয়েই সোমবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ইঙ্গিত দিলেন, ফের কবে খুলতে পারে স্কুল।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই বিষয়ে রাজ্যের বাসিন্দা তাদের আশ্বস্ত করে জানিয়েছেন, স্কুল খোলার পক্ষেই রাজ্য। তবে ভাবনা-চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। কারণ এর সঙ্গে পড়ুয়াদের স্বার্থ জড়িয়ে রয়েছে। পাশাপাশি ব্রাত্য বসু জানিয়েছেন, ফের কবে খুলবে স্কুলের দরজা তা জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি ডিসেম্বর মাসের শেষ থেকে রাজ্যে সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে রাজ্য সরকার নতুন করে বিধি-নিষেধ জারি করে। সেই বিধিনিষেধের গেরোয় পড়ে বন্ধ হয়ে যায় স্কুল এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। তবে সম্প্রতি সংক্রমণ কম হওয়ায় সেই বিধি-নিষেধ অনেকটা শিথিল করা হয়েছে। খুলে দেওয়া হয়েছে অধিকাংশ ব্যবসায়িক বা বিনোদন ক্ষেত্র।

এমন পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন জায়গায় পড়ুয়াদের অভিভাবকরা পুনরায় স্কুল খোলার দাবি তুলছেন। পাশাপাশি ১৫ বছর থেকে ১৮ বছর বয়সীদের ভ্যাক্সিনেশন প্রক্রিয়াও চলছে।