আসন সংখ্যায় তৃণমূলকে কড়া টক্কর বিজেপির, প্রকাশ্যে জনমত সমীক্ষার ফলাফল

নিজস্ব প্রতিবেদন : সর্বভারতীয় সংবাদ মাধ্যম এবিপি অন্যান্য বেশ কয়েকটি সমীক্ষাকারী সংস্থার সাথে হাত মিলিয়ে বাংলার বিধানসভা নির্বাচনের আগে ইতিমধ্যেই বেশ কয়েকটি জনমত সমীক্ষা তৈরি করেছে এবং তাদের ফলাফল সামনে এনেছে। এর আগে পর্যন্ত যেসকল জনমত সমীক্ষার ফলাফল সামনে এসেছিল সেগুলির বেশিরভাগ সমীক্ষাতেই রাজ্যের শাসকদল তৃণমূল মূল বিরোধী দল বিজেপির থেকে অনেকটাই এগিয়ে ছিল। কিন্তু ভোট এগিয়ে আসতেই এই জনমত সমীক্ষার ফলাফল ঘুরতে শুরু করেছে।

রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণে হাতে মাত্র আর কয়েকটা দিন। আর এই দিন কয়েক আগেই মঙ্গলবার CNX তাদের তৃতীয় দফায় জনমত সমীক্ষায় প্রকাশ করে। সদ্য প্রকাশিত এই জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পছন্দের মুখ্যমন্ত্রীর তালিকা অন্যান্যদের থেকে অনেকটা এগিয়ে থাকলেও রাজ্যের শাসনভার দখল করার নিরিখে একেবারে তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি। বলাই বাহুল্য কড়া টক্করের আভাস মিলছে জনমত সমীক্ষায়।

আসন্ন বিধানসভা নির্বাচনে কোন দল জয়ী হবে?

CNX-এর তৃতীয় দফার জনমত সমীক্ষায় যে ফলাফল উঠে এসেছে তাতে ৪২ শতাংশ মানুষ মনে করছেন তৃণমূল জিতবে। এই জায়গায় ৪৪ শতাংশ মানুষ মনে করছেন বিজেপি জিতবে। অর্থাৎ জনমত সমীক্ষায় জয়ের বিষয়ে তৃণমূলকে টপকে গিয়েছে বিজেপি। ৭ শতাংশ মানুষ মনে করছেন এবার নির্বাচনে জয়লাভ করবে সংযুক্ত মোর্চা। কিছু বলতে পারবেন না জানিয়েছেন ৭ শতাংশ মানুষ।

কোন দল কতগুলি আসন পাবে?

সমীক্ষাকারী সংস্থা সাধারণ মানুষদের সামনে এই প্রশ্ন রাখলে এর উত্তর হিসাবে যে ফলাফল উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে তৃণমূল পেতে পারে ১৩৬ থেকে ১৪৬টি আসন। বিজেপির দখলে আসতে পারে ১৩০ থেকে ১৪০টি আসন। সংযুক্ত মোর্চার দখলে আসতে পারে ১৪ থেকে ১৮টি আসন। অন্যান্যরা পেতে পারেন ১ থেকে ৩টি আসন।

কোন দল কত ভোট পেতে পারে?

সমীক্ষায় থাকা এই প্রশ্নের উত্তরে যে ফলাফল উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে তৃণমূল পেতে পারে ৪০ শতাংশ ভোট। বিজেপি পেতে পারে ৩৮ শতাংশ ভোট। সংযুক্ত মোর্চা পেতে পারে ১৬ শতাংশ ভোট এবং অন্যান্যরা পেতে পারে ৬ শতাংশ ভোট।

পছন্দের মুখ্যমন্ত্রীর দৌঁড়ে এগিয়ে মমতা

[aaroporuntag]
সমীক্ষায় পছন্দের মুখ্যমন্ত্রীর দৌঁড়ে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৩৯ শতাংশ মানুষ পুনরায় মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাইছেন। দিলীপ ঘোষকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন ২২ শতাংশ মানুষ। এছাড়াও শুভেন্দু অধিকারী, সুজন চক্রবর্তী, মুকুল রায়, অধীর রঞ্জন চৌধুরীকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন যথাক্রমে ১২ শতাংশ, ৪ শতাংশ ৫ শতাংশ এবং ৭ শতাংশ মানুষ। অন্য কেউ মুখ্যমন্ত্রী হোক এমনটা চাইছেন ১১ শতাংশ মানুষ।