নিজস্ব প্রতিবেদন : উৎসব অনুষ্ঠান মানেই এখন বড় সংখ্যার মানুষের কাছে মদ (Liquor) অত্যন্ত প্রয়োজনীয় পানীয় হয়ে দাঁড়িয়েছে। শুধু উৎসব অনুষ্ঠান নয়, এর পাশাপাশি অনেকেই রয়েছেন যাদের প্রতি রাতে পেটে মদ না পড়লে ঠিকঠাক ঘুম আসে না। এই সকল সূরাপ্রেমীদের জন্য এবার সুখবর দিল অন্যতম জনপ্রিয় ঠাণ্ডা পানীয় সংস্থা Coca Cola। কেননা তাদের তরফ থেকে এবার ভারতের বাজারে নতুন মদ আনা হলো।
সংস্থার তরফ থেকে ইতিমধ্যেই তাদের প্রথম হার্ড ড্রিঙ্কস ভারতের বাজারে পরীক্ষামূলকভাবে বিক্রি করা শুরু হয়েছে। ইতিমধ্যেই এর বিক্রি শুরু হয়েছে গোয়া এবং মহারাষ্ট্রের মতো রাজ্যে। ওই দুই রাজ্যের বাজারের চাহিদার উপর সমীক্ষা করে আগামী কয়েকদিনের মধ্যেই অন্যান্য রাজ্যেও Coca Cola তাদের মদ পৌঁছে দেবে বলে জানা যাচ্ছে সূত্র মারফত।
বিশ্বের বিভিন্ন দেশে Coca Cola তাদের সংস্থার তৈরি মদ বিক্রি করে থাকে। এবার তারা সেই মদ ভারতীয় বাজারেও বিক্রি করতে আগ্রহ প্রকাশ করে এবং সেই মতো সরকারের সঙ্গে চুক্তি করে কাজ শুরু করে দেয়। গোয়া এবং মহারাষ্ট্রের মতো দুটি রাজ্যে আপাতত পরীক্ষামূলকভাবে তাদের মদ বিক্রি করার কাজ শুরু হয়েছে। এই পরীক্ষায় গ্রাহকদের মতামতের ভিত্তিতে তারা তা আগামী দিনে অন্যান্য রাজ্যে ছড়িয়ে দেবে।
আরও পড়ুন ? ফুলেফেঁপে উঠলেন মহম্মদ শামি! এক ম্যাচেই ঝুলিতে এলো এই ৫ নজির
Coca Cola ভারতীয় বাজারে যে মদ বিক্রি করার জন্য উঠেপড়ে লেগেছে তার নাম হলো লেমন ডউ। এটি আপাতত ২৫০ মিলি লিটারের ক্যানে পাওয়া যাচ্ছে। এর দাম নেওয়া হচ্ছে ২৩০ টাকা। এটি অ্যালকোহল মিক্সচার হার্ড ড্রিঙ্কস। ভডকা, ব্র্যান্ডির মতো পানীয় তৈরি করার ক্ষেত্রে যেসব উপকরণ ব্যবহার করা হয় কোকাকোলার এই মদ তৈরি করার ক্ষেত্রেও একই ধরনের উপকরণ ব্যবহার করা হয় বলে দাবি করা হচ্ছে সংস্থার তরফ থেকে।
সুরা প্রেমীদের মধ্যে যেমন নিজের নিজের পছন্দের ব্রান্ডের মদের চাহিদা সবচেয়ে বেশি থাকে, ঠিক সেই রকমই নতুন কোন সংস্থা নতুন মদ লঞ্চ করলে তার উপর আগ্রহ অনেক বেশি থাকে। আবার যদি সেই সংস্থা সুপরিচিত হয় তাহলে তো বলার কিছু নেই। এসবের পরিপ্রেক্ষিতে কোকাকোলা ভারতের বাজারে তাদের নতুন মদ আনছে এমন খবর ছড়িয়ে পড়তেই সুরাপ্রেমীরা এখন মুখিয়ে রয়েছেন নতুন এই মদ চেখে দেখার জন্য।