Coldplay: এখনও বাকি আট মাস, তারই মধ্যে টেইলর সুইফটকে ছাড়িয়ে বিশ্ব রেকর্ড গড়ল কোল্ডপ্লে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Coldplay: কোল্ডপ্লে ব্যান্ডের দ্য মিউজিক অফ স্পিয়ার অ্যালবামটি ২০১১ সালে মুক্তি পায়। মুক্তি পাওয়ার পরেই এদের জনপ্রিয়তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। মোটামুটি সব বয়সী মানুষই এদের গান পছন্দ করেন। অ্যালবাম মুক্তি পাওয়ার মাত্র দুই সপ্তাহের মধ্যে এটি ইংল্যান্ডের এক নম্বর ব্যান্ডে পরিণত হয়।

Advertisements

সম্প্রতি ব্রিটিশ রক ব্যান্ড দ্য মিউজিক অফ স্পিয়ার্স ওয়ার্ল্ড ট্যুর-র অংশ হিসাবে ১০.৩ মিলিয়ন টিকিট বিক্রি করেছে। কোল্ডপ্লের (Coldplay) মিউজিক অব স্ফিয়ার ট্যুর টেইলর সুইফটের দ্য ইরাস ট্যুরের মোট আগত শ্রোতার সংখ্যা ছাপিয়ে গেল। ২০২২ সালের মার্চ মাসে কোস্টারিকাতে একটি শো দিয়ে শুরু হয়েছিল এই ব্যান্ডের পারফরমেন্স। এই মাসে ভারতের আমেদাবাদের পারফরমেন্সের পর কোল্ডপ্লের উপস্থিতি সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। ১৮ ১৯, ২১শে জানুয়ারিতে নবী মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্পোর্টস স্টেডিয়ামে তিনটি কনসার্টের মাধ্যমে তাদের ভারত সফর শুরু হয়েছিল।

Advertisements

তারপর গত ২৫শে এবং ২৬ শে জানুয়ারি কোল্ডপ্লে (Coldplay) বিশ্বের অন্যতম বড় স্টেডিয়াম তথা নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দুটি শো করেন। সেখানে রাতে হাজির ছিলেন প্রায় ২ লাখ ২৩ হাজার জন মানুষ যা ছাপিয়ে গেছে টেইলর সুইফটের দ্য ইরাস ট্যুরের মোট শ্রোতার সংখ্যাকে। আগামী ২০২৫ এর এপ্রিল মাসে তারা পারফর্ম করবেন হংকংয়ে, হংকংয়ে পারফর্মের পর সিওলে তারা পারফর্ম করবেন। তাদের শেষ পারফরম্যান্স হবে আমেরিকাতে।

Advertisements

আরও পড়ুন: সংস্থা তার কর্মীদের দিল দুর্দান্ত বোনাস, নিমেষে ভাইরাল হল সেই ভিডিও

এতদিন অব্দি টেইলর সুইফটের দ্য ইরাস ট্যুরের শ্রোতা সংখ্যা সব থেকে বেশি ছিল। এবার কোল্ডপ্লে (Coldplay) সেই রেকর্ড ভাঙল। এদিন আমেদাবাদের জোড়া কনসার্টে প্রায় ২.২৩ লাখ মানুষ উপস্থিত ছিলেন। এখনও তাদের সফরের ৮ মাস বাকি আছে। এরই মধ্যে টিকিট বিক্রি করে শিরোনামে চলে এসেছে কোল্ডপ্লের নাম। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড জানিয়েছে, ৮ মাসের মধ্যে আরো রেকর্ড ভেঙে ফেলতে পারে এই ব্যান্ড।

কোল্ডপ্লে (Coldplay) তাদের শ্রোতা সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য আমেদাবাদ তথা ভারতকে কৃতজ্ঞতা জানিয়েছেন। এই সন্ধ্যার কথা তারা কখনো ভুলবে না এমনটাই জানানো হয়েছে কোল্ডপ্লে-র তরফ থেকে। বর্তমানে লাইভ, ইভেন্টের চাহিদা মানুষের মধ্যে বৃদ্ধি পাচ্ছে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই ইভেন্টের কথা তার বক্তৃতায় উল্লেখ করেছেন।

Advertisements