কলেজে ভর্তির নিয়মে আসতে পারে বদল, নয়া সিদ্ধান্ত বিকাশ ভবনের

নিজস্ব প্রতিবেদন : উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ। আর মাত্র কয়েকটি দিন পরেই প্রকাশ পাবে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। ফলাফল প্রকাশের পর উত্তীর্ণ পড়ুয়ারা ছুটে যাবেন কলেজে ভর্তি হওয়ার জন্য। তবে এবার এই কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম জারি হতে পারে বলে জানা যাচ্ছে।

স্নাতক স্তরে কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে এই পরিবর্তন আসতে চলেছে এমনটাই খবর। ভর্তির ক্ষেত্রে যাতে নিয়ম বহির্ভূত কোনো কাজ না হয় তার জন্য আগেই ভর্তি প্রক্রিয়া অনলাইনে করা শুরু হয় রাজ্যে। আর এবার এই ভর্তি প্রক্রিয়া চলতি বছর থেকে শুরু হতে পারে কেন্দ্রীয়ভাবে। নতুন এই নিয়ম জারি করার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সায় দিয়েছেন বলে জানা যাচ্ছে।

কেন্দ্রীয়ভাবে কি করে ভর্তি প্রক্রিয়া শুরু হবে? এক্ষেত্রে জানা যাচ্ছে, যে কলেজ যে বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে পড়ুয়ারা ভর্তির আবেদন করতে পারবেন। অর্থাৎ পড়ুয়ারা একটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে তার তত্ত্বাবধানে থাকা কলেজগুলিতে আবেদন করতে পারবেন।

যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানা যাচ্ছে। বিষয়টি আলোচনা সাপেক্ষ হওয়ার কারণে আগামী সপ্তাহে এই নতুন নিয়ম নিয়ে সবার সঙ্গে বসতে চলেছে উচ্চ শিক্ষা দপ্তর। তবে এই নতুন নিয়ম জারি হলে সে ক্ষেত্রে কতটা সুবিধা হবে পড়ুয়াদের এবং এর পাশাপাশি আরও বেশ কিছু প্রশ্ন তাড়া করছে।

যেমন একটি বিশ্ববিদ্যালয়ের আওতায় থাকা ক’টি কলেজে পড়ুয়ারা আবেদন করতে পারবেন তা নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে এই বছর ফের কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন ফি জমা দিতে হতে পারে পড়ুয়াদের। করোনাকালে দু’বছর ভর্তি হওয়ার জন্য আবেদন ফি মুকুব করা হয়েছিল। তবে এই বছরের অনলাইনে এই ফি জমা করা চালু হতে পারে।