Spit on Metro Station: পান, গুটখার পিকে লাল হচ্ছে মেট্রো স্টেশন, রেগে লাল কর্তারা, সবক দিতে দিলেন দাওয়াই

নিজস্ব প্রতিবেদন : সবে দিন কয়েক আগে সূচনা হয়েছে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা (Metro)। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির হাত দিয়ে উদ্বোধনের পর যাত্রী পরিষেবা শুরু হতেই যাত্রীরা দেশের প্রথম গঙ্গার নিচে দিয়ে মেট্রোয় চড়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল, সদ্য তৈরি হওয়া এই সকল মেট্রো স্টেশন পান, গুটখার পিকে (Spit on Metro Station) লাল হয়ে যাচ্ছে।

যে সকল যাত্রীরা প্রতিদিন যাতায়াত করছেন তাদের মধ্যে কিছু সংখ্যক যাত্রী যারা সদ্য নির্মিত এই সকল স্টেশনে পানের পিক, গুটখার পিক দিয়ে রীতিমতো জঘন্য করে তুলছেন স্টেশন চত্বরকে। আর এই ঘটনায় এবার রীতিমত রেগে লাল হয়ে উঠল মেট্রো কর্তৃপক্ষ। কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র, এই ঘটনার তীব্র নিন্দা করেছেন।

মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এমন ঘটনার তীব্র নিন্দা করার পাশাপাশি তিনি এই ঘটনাকে একটি ভিডিও বার্তার মধ্য দিয়ে সকলের সামনে তুলে ধরেছেন। যেখানে তিনি বলেছেন, স্টেশনকে আমাদের ঘরের মতোই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কেননা ঘরে যেমন আমরা বসবাস করি ঠিক সেই রকমই প্রতিদিন এই সকল স্টেশন দিয়েই আমরা যাতায়াত করে থাকি। সুতরাং একটি স্টেশন একটি ঘরের থেকে আলাদা কিছু নয়।

আরও পড়ুন 👉 New Trains: আরও সহজে হবে যাতায়াত! এবার নতুন দুটি ট্রেন চালু করল পূর্ব রেল, দেখে নিন সময়সূচি

ভিডিও বার্তায় কৌশিক মিত্র কিছু মানুষের এমন অসামাজিক কাজকর্মের নিন্দা করার পাশাপাশি তিনি এই ধরনের কাজ কিভাবে ঠেকানো যাবে সেই বিষয়টি নিয়েও রীতিমত দাওয়াই দিয়েছেন। তিনি জানিয়েছেন, অন্যান্য যাত্রীদের এই ঘটনায় রুখে দাঁড়াতে হবে। যখনই দেখবেন কেউ পানের পিক অথবা গুটখার পিক ফেলছেন, তখনই অন্যান্য সহযাত্রীদের বারণ করতে হবে।

মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে বর্তমানে ভিডিও বার্তায় এই ধরনের যারা কাজ করছেন তাদের সতর্ক করার পাশাপাশি সাধারণ মানুষদের সচেতন থাকতে হবে বলে অনুরোধ করলেও রেলের একটি আইন সম্পর্কে জেনে রাখা দরকার। কেননা এই ধরনের ঘটনায় যদি কেউ ধরা পড়েন তাহলে তাকে ৫০০ টাকা জরিমানা দিতে হয়। শুধু জরিমানা নয়, এমন ধরনের ঘটনায় জেলও হয়ে থাকে।