Come to Kolkata’s Wellington Street Market to buy cheap winter clothes: কলকাতায় শীতের স্থায়ীত্ব কিন্তু খুবই কম মেরেকেটে মাত্র দু’মাস। তাই শীতের পোশাকে চাহিদা দিনকে দিন কমে যাচ্ছে। আবহাওয়ার খামখেয়ালিপনার জন্য শীতের দিনে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে অনাবৃষ্টি হয়ে সব নিয়ম যেন বদলে দিয়েছে। সম্প্রতি নিম্নচাপ, মেঘ, বৃষ্টি-বাদলা ইত্যাদি বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে কলকাতা শহর ঠান্ডার ছোঁয়া পেয়েছে। প্রতি বছর অল্প সময়ের জন্য শীত আসে তাই আপনার উচিত এই সময়টাকে উপভোগ করা। শীত আসলে শীতের পোশাক কেনার ঝোক সাধারণ মানুষের মধ্যে অনেকটাই বৃদ্ধি পায়। এবার শীতের পোশাক কিনুন কলকাতা থেকেই (Wellington Street Market)।
যেহেতু শীতকালের মেয়াদ বেশি দিন স্থায়ী থাকে না সেই কারণে শীতের ফ্যাশনও অল্পদিনের হয়। নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই সময় শহরের বিভিন্ন রাস্তায় সোয়েটার, জ্যাকেট, টুপি, মোজা ইত্যাদি পাওয়া যায়। যখন শীত চলে যায় শীতের সব পোশাকের দরকার ফুরিয়ে যায়। সেইজন্য শীতের পোশাকের পিছনে বেশি অর্থ অপচয় করবেন না। আজকের প্রতিবেদনে আপনি কম খরচে নতুন ধরনের ফ্যাশানেবল শীতের পোশাক পেয়ে যাবেন সহজেই (Wellington Street Market)।
আমরা অনেকেই মনে করি যে একমাত্র শীতকালীন জায়গাতেই শীতের পোশাক ভালো এবং সস্তায় পাওয়া যায়। এই ধারণা একেবারে সত্যি নয়। পাহাড়ে করতে গেলে অনেকেই বেশি পরিমাণে সোয়েটার জ্যাকেট ইত্যাদি জিনিস কিনে নিয়ে আসে। আপনি কি জানেন কম দামে ভাল শীতের পোশাক কিনতে আপনাকে বাইরে যেতে হবে না? কলকাতার বুকে আপনি সস্তায় এইসব জিনিস পেয়ে যাবেন। প্রত্যেক বছর শীতে বেশকিছু ভুটিয়ারা ব্যবসা করার জন্য কলকাতায় (Wellington Street Market) আসেন। এ বছরও তার ব্যতিক্রম ঘটে নি, তাদের কাছেই আপনি বিভিন্ন ধরনের শীতের পোশাক কম দামে পেয়ে যাবেন।
চলুন দেরি না করে জেনে নিই কলকাতার কোন জায়গায় এই শীতের পোশাকের সম্ভার পাওয়া যাবে। কলকাতার ওয়েলিংটন স্ট্রিটে (Wellington Street Market) রয়েছে এই শীতের পোশাকের খনি। শীত পড়ার সাথে সাথে এদের মার্কেটও বেশ ভালোভাবে জমে ওঠে। মার্কেট চলবে জানুয়ারি মাস পর্যন্ত। এরা আসে সুদূর হিমাচল থেকে, এছাড়াও মোটামুটি সব পাহাড়ি এলাকা থেকেই ব্যবসায়ীরা এসেছেন কলকাতায় তাঁদের রকমারি শীতের পোশাকের পসরা নিয়ে। আপনি সোয়েটার কিনতে চাইলে পাবেন মাত্র ৩০০ টাকা থেকে আর ভাল গরম জ্যাকেটের দাম ১০০০ টাকার আশাপাশে। অন্যদিকে হেদুয়া পার্কেও দেখতে পাবেন এমন গরম জামাকাপড়ের মার্কেট।
তাই এবার থেকে পাহাড়ে ঘুরতে গেলে আর কষ্ট করে আপনাকে শীতের পোশাক বয়ে আনতে হবে না। নেপাল হোক কিংবা ভুটান কিংবা দার্জিলিং সব জায়গার মানুষ এই মার্কেটে সে ভিড় জমান। তাই কলকাতার বুকে আপনি কম খরচে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের শীতের পোশাক।