ফের দাম বাড়লো বাণিজ্যিক রান্নার গ্যাসের, গুনতে হবে বাড়তি টাকা

নিজস্ব প্রতিবেদন : পেট্রোল ডিজেল থেকে শুরু করে বাড়ছে অন্যান্য জ্বালানির দাম। দিন দিন এই জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ার কারণে নাভিশ্বাস হয়ে দাঁড়াচ্ছে আমজনতার। গত কয়েকমাস ধরেই দফায় দফায় রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ার পর মে মাসের শুরুতেই ফের দাম বাড়লো বাণিজ্যিক রান্নার গ্যাসের। তবে এই যাত্রায় রক্ষা, ঘরোয়া রান্না গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে।

বাণিজ্যিক রান্নার গ্যাস অর্থাৎ ১৯ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের নতুন দাম হলো ২৪৫৫ টাকা। রান্নার গ্যাসের দাম নির্ধারণ নিয়ে প্রতি মাসের ১ ও ১৫ তারিখ যে সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে তারই পরিপ্রেক্ষিতে মে মাসের শুরুতে এই দাম বৃদ্ধি করা হয়েছে। রাজ্যের ভিত্তিতে এই দামের কিছু পার্থক্য থাকলেও লক্ষ্য করা যাচ্ছে দাম বৃদ্ধি পেয়েছে অন্ততপক্ষে ১০৩.৫০ টাকা।

ঘরোয়া রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত থাকলেও বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পাওয়ায় পরোক্ষভাবে এর প্রভাব পড়বে প্রত্যেকের উপর। কারণ এই ধরনের রান্নার গ্যাস ব্যবহার করা হয়ে থাকে হোটেল-রেস্তোরাঁ, বিভিন্ন অনুষ্ঠান এবং বাণিজ্যিকভাবে ব্যবহারের ক্ষেত্রে। সেই সকল ক্ষেত্রে জ্বালানি খরচ বৃদ্ধি পেলে মালের দাম বৃদ্ধিরও আশঙ্কা রয়েছে।

বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম প্রতি মাসেই ধারাবাহিকভাবে বাড়তে লক্ষ্য করা যাচ্ছে। ধারাবাহিকভাবে এই দাম বৃদ্ধি পাওয়ার কারণে পরিস্থিতি আরও গভীর হয়ে উঠছে। তবে এই যাত্রায় ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি না পাওয়ায় কিছুটা হলেও স্বস্তি সাধারণ মানুষদের।

অন্যদিকে জ্বালানি সহ অন্যান্য জিনিস পত্রের দাম বৃদ্ধি পাওয়ায় কেন্দ্রের বিরোধী রাজনৈতিক দলগুলি বারংবার কেন্দ্রের বিরুদ্ধে চড়াও হচ্ছে। তবে তা হলেও আপাতত রান্নার গ্যাসের দাম কমার মত কোন সম্ভাবনা নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।