Companies are competing to deliver Cheapest 5G phone: ভারতে ফাইভ জি (5G phone) চালু হতে না হতেই বিভিন্ন ফোন ও সিম কোম্পানি গুলোর মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কে কত আগে কত ভালো সুযোগ সুবিধা যুক্ত ফোন কত কম দামে বাজারে নিয়ে আসতে পারে সেই প্রতিযোগিতা। আর এয়ারটেল এই প্রতিযোগিতায় ইতিমধ্যেই এক পা এগিয়ে গেছে। তবে এয়ারটেল একা নয় পোকো ইন্ডিয়াও সাথ দিচ্ছে এয়ারটেলের। বাজারে ফাইভ জি (Cheapest 5G phone) ফোন নিয়ে আসার জন্য এয়ারটেলের সাথে অংশীদারিত্ব করেছে পোকো ইন্ডিয়া।
সবচেয়ে সস্তা ফাইভ জি (Cheapest 5G phone) ফোনটা বাজারে আসতে চলেছে। না এবার আর জিও নয় এই নতুন ফোনটি হতে চলেছে এয়ারটেলের। সাথে পোকো ইন্ডিয়াও রয়েছে। বাজারে সব থেকে সস্তা ফাইভ জি ফোনটা নিয়ে আসার জন্য পোকো ইন্ডিয়া এয়ারটেলের সাথে অংশীদারিত্ব করেছে। আর এই খবরটা প্রকাশ্যে এনেছেন পোকো ইন্ডিয়ার মালিক হিমাংশু ট্যান্ডন নিজে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এর মাধ্যমে।
তবে পোকো ইন্ডিয়া আর টেলিকম অপারেটর airtel এর এই অংশীদারিত্বের বিষয়টা এখনো স্পষ্ট নয় সাধারণ মানুষের কাছে। ফাইভ জি (Cheapest 5G phone) ফোনটি নতুন কোনো ফোন হতে চলেছে নাকি পুরনো কোনো মডেলকেই ৫ জির সুবিধা যুক্ত করা হচ্ছে এবং এটাই এয়ারটেলের বিশেষ কোন ফোন হবে কিনা সে বিষয়ে এখনও স্পষ্ট কোন তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন ? Jio Pay Soundbox: রাতের ঘুম উড়ল PhonePe, Google Pay-র! Payment সাউন্ডবক্স নিয়ে নতুন চাল আম্বানির
বর্তমানে পকো ব্র্যান্ডের সবথেকে সস্তা ফাইভ জি ফোন হল এম সিক্স ফাইভ জি। ৪ জি র্যাম আর ১২৮ জিবি স্টোরেজ যুক্ত এই ফোনটির বাজার দর মাত্র ৯,৯৯৯ টাকা। এই ফোনটির আরেকটা ভার্সন ১২৮ জিবি স্টোরেজ ও ৬ জিবি র্যাম যুক্ত মডেলটির বাজার দর ১০,৯৯৯ টাকা। আরো একটি মডেল ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ষ্টোরেজ যুক্ত মডেলটি বিক্রি হচ্ছে মাত্র ১১,৯৯৯ টাকায়। এই ফোনটির একটা এয়ারটেল সংস্করণ আসতে পারে বলে অনেকে মনে করছে। এর দাম হয়তো বাকি তিনটি মডেলের থেকে আরো কম হতে পারে এবং এয়ারটেলের রিচার্জ এর ক্ষেত্রেও বেশ কিছু সুযোগ সুবিধা বা ছাড় থাকার সম্ভাবনা রয়েছে।
তবে জিও কিন্তু চুপ করে বসে নেই। জিও বাজারে আনতে চলেছে জিও ফোন ৫জি (Cheapest 5G phone)। যার বাজারদর হতে পারে আট হাজার টাকা। এবং এই ফোনে থাকবে এক বিশেষ চিপসেট। মোবাইল পরিষেবার দিক থেকে যে তিনটি সংস্থার নাম শীর্ষে রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো এয়ারটেল। আর পোকো বর্তমানে ফোনের বাজারে বেশ নাম কিনেছে। এখন এয়ারটেল আর পোকো এই দুটি কোম্পানির যুগলবন্দী কতোটা বাজার কাঁপাতে পারে সেটাই দেখার।