Advertisements

Cool house without AC: AC ছাড়াই ৪৫ ডিগ্রীতেও এই বাড়ির তাপমাত্রা ১০ ডিগ্রি! কিভাবে সম্ভব

Prosun Kanti Das

Published on:

Even if the outside temperature is 45 degrees, you will get the comfort of AC in the house: এই গরমে বাড়ি কিংবা বাইরে কোথাও এক ফোঁটা স্বস্তি নেই। তীব্র তাপপ্রবাহের মধ্যে ঘরের মধ্যে থাকলে সব সময় এসি ছেড়ে থাকলে ভালো হয়। বাইরের গরম থেকে ভেতরে আসলেই ঠান্ডা শরবতে গলা ভেজাতে ভালো লাগে সবারই। এপ্রিল থেকে শুরু হয়েছে গরমের এই তান্ডব, এমনকি জুন মাস পর্যন্ত তা অব্যাহত রয়েছে। মানুষ নিজের শরীরকে ঠান্ডা রাখার বিভিন্ন রকম পথ খুঁজে বেড়াচ্ছে শুধু। বাইরের তাপমাত্রা যখন ঊর্ধ্বমুখী তখন সবাই চায় বাড়িতে এসির ঠান্ডা হাওয়া খেতে। কিন্তু এসি কেনা অনেকের পক্ষেই সাধ্যের বাইরে। আবার অতিরিক্ত এসিতে থাকলে শারীরিক সমস্যা যেমন দেখা দেবে তেমন রয়েছে ইলেকট্রিক বিলের চিন্তাও। কিন্তু এই গরমে ঠান্ডা থাকার কিছু উপায় মানুষ বার করে নেয়। বাইরে তাপমাত্রা যতই উর্ধ্বমুখী হোক না কেন ঘরে আপনি এসি ছাড়াই উপভোগ করতে পারবেন ঠান্ডা হাওয়া (Cool house without AC)।

Advertisements

মানুষ ভাবে অনেক কিছুই কিন্তু করে দেখানোর ক্ষমতা তার থাকে না। কিন্তু এক আশ্চর্য কাজ করে দেখিয়েছেন গুজরাটের এক পরিবার। গুজরাটে তৈরি হওয়া এই বাড়িটি প্রচলিত চিন্তা-ভাবনা ও ধ্যান ধারণা থেকে একেবারে আলাদা। বাড়িটির নাম হল Cool house। কুল হাউস বলে ভাববেন না সারা বাড়িতে সেন্ট্রাল এসি লাগানো। আসলে বাড়িটিতে (Cool house without AC) কোন এসি নেই কিন্তু তবুও এসির থেকেও বেশি আরাম এবং ঠান্ডা। কিভাবে সম্ভব হলো এটি? বাড়িতে নির্মাণ কার্য শেষ হতে সময় লেগে গেছে প্রায় পাঁচ বছর। কারণ বাড়িটির নকশা থেকে শুরু করে সবকিছুই তৈরি করতে লেগে গেছে অনেকটা সময়। ডিজাইন অ্যাটলিয়ারের প্রধান সমীরা রাঠৌর এই অদ্ভুত বাড়ির ডিজ়াইনটি করেছেন।

Advertisements

বাড়িটির জায়গা হল তিনটি কাঠামো দ্বারা বেষ্টিত। তার একপাশে রয়েছে একটি রাস্তা। বাড়িটি থেকে শুধুমাত্র প্রতিবেশীর বাড়ি দৃশ্যমান হয়। বাড়িটিকে অন্তরমুখী করার একমাত্র কারণ হলো দূষণ থেকে বাঁচানো। সেই জন্যই বাড়িটি থেকে বাইরের কোন কিছু সেভাবে দৃশ্যমান হয় না। বাড়িটির আরো একটি অদ্ভুত বৈশিষ্ট্য হলো আপনি প্রবেশ করলে বাড়িটি নিজে থেকেই খুলে যাবে। বাড়ির বাইরে রয়েছে সুন্দর উঠোন, এমনকি বাড়ির কাঠামোটি পর্যন্ত নিপুন ভাবে তৈরি করা। বাড়ির বাইরের দিকে তাকালে যেন মনে হবে ঘরের ভেতর থেকে বাইরের দিকে বেশি চেয়ে আছেন। এই ঠান্ডা বাড়িটির (Cool house without AC) বাইরের সাজসজ্জা এত সুন্দর যে দেখে মনে হবে আপনি বাড়ির বাইরেই আছেন।

Advertisements

এই প্রাসাদ সমান বাড়িটি ১০,৫০০ বর্গফুট জমির উপর তৈরি করা হয়েছে। বাড়িটির (Cool house without AC) একটি স্বতন্ত্র আকৃতির ফলে বাড়িটির মধ্যে খুব সহজেই হাওয়া চলাচল করতে পারে। ভারুচের ঠান্ডা আবহাওয়া যাতে বাড়িটিতে প্রবেশ করে তাকে ঠান্ডা রাখতে পারে সেই জন্যই এই পরিকল্পনা করেছিলেন আর্কিটেক্ট সমীরা। আর্কিটেক্ট সমীরা উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পশ্চিমে একটি পথ তৈরি করেছিলেন যাতে সেখান থেকে ভালোভাবে হাওয়া চলাচল করতে পারে। সেখানে রয়েছে বাড়িটির উঠোন যা হাওয়াকে প্রবাহিত করতে সাহায্য করে। বাড়িটা খানিকটা ট্র্যাকের এর মত এবং এর উভয় পাশে রয়েছে প্রচুর কক্ষ। বাড়িটিতে যখনই বাতাস প্রবেশ করে তা ঠান্ডা হয়ে যায় কারণ এই দক্ষিণ দিকে রয়েছে ওয়াটার বডি। যার ফলে প্রথমে হাওয়া হালকা গরম হয় এবং তারপরে শীতল হয়ে যায়।

এছাড়াও আশ্চর্যের ব্যাপার হলো বাড়িটির টেরেসেও ক্ষুদ্র আকারে জলাশয় রাখা হয়েছে, পুরো বাড়িটিকে ঠান্ডা রাখতে যাওয়া অনেকটা সাহায্য করে। এর নিচেই রয়েছে তারের জালি যা শীতল প্রবাহ পেতে কাজে লাগে। প্রত্যেকটি ঘরে ১৮ ইঞ্চির মোটা দেওয়াল যা তাকে সহজে ঘরে ঢুকতে দেয় না এবং প্রত্যেকটি দেওয়ালে চুনের প্লাস্টার করা যা সহজে তাকে ঘরের মধ্যে প্রবেশ করতে দেয় না। এর ফলে বাড়িতে সব সময় শীতল থাকে। এছাড়া বাড়ি দিকে টেকসই করার জন্য ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের কাঠ, এছাড়াও এতে রয়েছে সৌর প্যানেল। ভাবলে অবাক হয়ে যাবেন যে যতই ঠান্ডা পড়ুক বাড়িতে তাপমাত্রা কখনোই ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামে না। বাড়িটিতে একটিও এসি নেই কিন্তু তবুও মানুষ আরামে থাকতে পারবে এই বাড়িতে। এমনকি গরম যদি সমস্ত মাত্রা অতিক্রম করে ৪৫ ডিগ্রী সেলসিয়াস থেকে ৪৮ ডিগ্রী সেলসিয়াসও হয় তাহলেও বাড়িটির তাপমাত্রা ২০ ডিগ্রী সেলসিয়াস থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে যাবে না। গ্রীষ্মের এই স্বেচ্ছাচারিতার মধ্যে বাড়িটিকে এত আরামদায়ক বানানোর সমস্ত ক্রেডিট কিন্তু আর্কিটেক্ট সমীরার।

Advertisements