Tourism Tax: পর্যটকদের মাথায় হাত, এবার গুনতে হবে অনেক বেশি টাকা, বাড়ল বালি ট্যুরের খরচ

Prosun Kanti Das

Published on:

Advertisements

The cost of the increased Tourism Tax in Bali has raised the eyes of tourists: ইন্দোনেশিয়ার বালি দ্বীপে চালু হল নতুন নিয়ম। কর আরোপ করা হলো পর্যটকদের উপর। ট্যাক্স না দিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন না পর্যটকরা। মূলত ইন্দোনেশিয়া সহ বালি দ্বীপের পরিবেশ ও সংস্কৃতি রক্ষার্থেই এই সিদ্ধান্ত কর্তৃপক্ষের তরফে। কত করে দিতে হবে ভ্রমণ ট্যাক্স (Tourism Tax)? কিভাবে পরিশোধ করতে হবে এই কর? জেনে নিন এখান থেকে।

Advertisements

ইন্দোনেশিয়ার অন্যতম ঐতিহাসিক, প্রাকৃতিক এবং সাংস্কৃতিক আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হলো বালি দ্বীপ। যেখানকার বালুকাময় সৈকত, প্রাকৃতিক দৃশ্য, ঐতিহাসিক মন্দির মুগ্ধ করে পর্যটকদের। বিশেষত দম্পতিদের হানিমুনের এক অন্যতম জায়গা হল এই বালি দ্বীপ। অপরদিকে আবার ‘ঈশ্বরের দ্বীপ’ হিসেবেও খ্যাতি রয়েছে এই পর্যটনস্থলের। নতুন বছর থেকেই এই পর্যটনস্থলে ঘুরতে এলেই ভ্রমণ কর (Tourism Tax) দিতে হবে পর্যটকদের।

Advertisements

কারণ হিসেবে জানা গিয়েছে, যত দিন যাচ্ছে ততই এই পর্যটন কেন্দ্রে ভিড় বাড়ছে ভ্রমণকারীদের। গত বছরের হিসাব বলছে, সারা বিশ্বজুড়ে প্রায় ৫০ লাখ পর্যটক ভ্রমণ করেছেন ইন্দোনেশিয়ার বালি দ্বীপে। পরিসংখ্যান বলছে, সব থেকে বেশি পর্যটকের আগমন ঘটেছে অস্ট্রেলিয়া থেকে। বাকি ভারত, চীন এবং সিঙ্গাপুরের পর্যটকরা এসেছেন। ভ্রমনীয় স্থানে এসে নানান কুকর্মে লিপ্ত হচ্ছেন। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে অস্ট্রেলিয়ান দম্পতির যৌন মিলনের ভিডিও। বালির হিন্দু মন্দিরের ভিতরে এই অপকর্ম করতে দেখা গিয়েছে। পাশাপাশি এই স্থানে বর্জ্য পদার্থের মাত্রাও বেড়েছে। যা সাগর ও সৈকতের জলকে দূষিত করে তুলছে। তাই এই পর্যটকদের রাশ টানতে এবং পরিবেশ ও সংস্কৃতিকে সংরক্ষণ করতে এই নিয়ম চালু করল কর্তৃপক্ষ।

Advertisements

আরও পড়ুন ? Chandil Dam: খরচও কম, সময়ও কম! কলকাতা থেকে নামমাত্র দূরে ঘুরে আসুন ‘মিনি লাক্ষাদ্বীপ’

তবে সবাইকে এই কর দিতে হবে না, শুধুমাত্র বিদেশি পর্যটকদের উপর এই শুল্ক চাপানো হয়েছে। কর চাপানোর পাশাপাশি মোটরবাইক আগমনেরও নিষেধাজ্ঞা জারি করেছেন কর্তৃপক্ষ। কারণ অনেকেই এখানকার ট্রাফিক আইন লঙ্ঘন করছেন। অর্থাৎ ইন্দোনেশিয়ার কোনো জায়গা থেকে বা বিদেশিরা এই দ্বীপে ভ্রমণ এলে তাদের ১০ ডলার করে ভ্রমন কর (Tourism Tax) দিতে হবে বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। ‘লাভ বালি’ নামক ওয়েবসাইটে গিয়ে এই ট্যাক্স পরিশোধ করতে হবে। তবেই এই দ্বীপে প্রবেশ করতে পারবেন বিদেশি পর্যটকরা। তবে বালির পর্যটকদের উপর এই কর আরোপ করা হয়নি। গত ১৪ই ফেব্রুয়ারি ২০২৪ তারিখ থেকে এই নিয়ম চালু হয়েছে বালি দ্বীপে।

ইন্দোনেশিয়ার বালি দ্বীপ নয়, শোনা যাচ্ছে ইতালির ভেনিস শহরে ভ্রমণের জন্যও কর দেওয়ার নিয়ম চালু করবে কর্তৃপক্ষ। যা চলতি বছরেই শুরু হবে। প্রত্যেক ভ্রমণকারীদের ১১ ডলার করে ট্যাক্স দিতে হবে।

Advertisements