Chandil Dam: খরচও কম, সময়ও কম! কলকাতা থেকে নামমাত্র দূরে ঘুরে আসুন ‘মিনি লাক্ষাদ্বীপ’

Travel nominally away from Kolkata in less time and less cost from Chandil Dam: বছরের বিভিন্ন সময় পর্যটকরা বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পছন্দ করেন। কখনো বিদেশে কখনো আবার দেশের মধ্যে নানা জায়গায়। যারা সমুদ্রের নীল জলরাশি পছন্দ করেন তাদের জন্য ভারতের অন্যতম জনপ্রিয় কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ হল একটি আদর্শ জায়গা। আশা করি যেসব পর্যটকরা এই জায়গায় গেছেন একবার ঘুরে তাদের মন ভরেনি। কিন্তু এইখানে ঘুরতে যাওয়া আদৌ কি সাধারণ মধ্যবিত্তের হাতের নাগালে? লাক্ষাদ্বীপে ঘুরতে গেলি পকেটের টান পড়বে এটাই স্বাভাবিক।

ভারতের এই কেন্দ্রশাসিত অঞ্চলে দেশি এবং বিদেশী দুই ধরনের পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায়। তবে এখানকার থাকা-খাওয়া, রাইড এবং যাতায়াত মিলে বেশ ভালো রকমই খরচ হয়ে থাকে। তাহলে উপায় কি? সাধারণ মধ্যবিত্ত কিভাবে উপভোগ করতে পারবে লাক্ষাদ্বীপের এই নীল জলরাশি?

আর একদমই চিন্তার কারণ নেই, কলকাতার খুব কাছেই আপনারা সন্ধান পেয়ে যাবেন লাক্ষাদ্বীপের ছোট্ট এক টুকরো। খরচ নিয়ে পর্যটকদের আর মাথায় হাত দিতে হবে না। খুব স্বল্প খরচেই এই জায়গাটিতে আপনারা মনের মতো করে ঘুরতে পারবেন। অল্প সময়ে এবং স্বল্প খরচে কোন জায়গায় গিয়ে যদি সময় কাটাতে চান এর থেকে ভালো জায়গা আর হবে না।

আরও পড়ুন 👉 Lakshadweep Liquor Rules: লাক্ষাদ্বীপে মদ খাওয়ার নিয়মে বিশাল কড়াকড়ি! না জানলে কেলেঙ্কারি

এতক্ষণে নিশ্চয়ই সবারই জানতে ইচ্ছে করছে এমন জায়গা কলকাতার কাছে এই ধরনের জায়গা কোথায় আছে? কলকাতা শহর থেকে মাত্র ৫ ঘন্টা দূরত্বেই রয়েছে এই স্থানটি। ঝাড়খণ্ডের চান্ডিল ড্যাম (Chandil Dam) পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় একটি স্থান। এখানকার জল এতটাই মিল এবং স্বচ্ছ যা আপনাকে মনে করিয়ে দেবে লাক্ষাদ্বীপের কথা। ঝাড়খণ্ডের এই জায়গায় গেলে আপনি দেখতে পাবেন সুবর্ণরেখা নদীর অপরূপ সৌন্দর্য এবং অদূরে বিস্তৃত দলমা পাহাড়। নৌকো করে ঘুরতে বেরোলে চান্ডিল ড্যামের সৌন্দর্য আপনার চোখে মুগ্ধ করে দেবে।

এই জায়গায় ঘুরতে গেলে আপনি কাছাকাছি আরো কিছু দর্শনীয় স্থান দেখতে যেতে পারেন। এখানকার উল্লেখযোগ্য স্পটগুলো হল জয়দা শিব মন্দির, পাখি পাহাড় এবং পালনা ড্যাম। বছরের শুরুতে ঠান্ডার আমেজ গায়ে মেখে আপনারা ঘুরে আসতে পারেন ঝাড়খণ্ডের এই মিনি লাক্ষাদ্বীপ থেকে। আশা করি একবার ঘুরতে গেলে আপনারা নিরাশ হবেন না।