নানুরের সিপিআইএম কর্মীকে পিটিয়ে খুন, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদন : বামফ্রন্টের নভেম্বর বিপ্লব স্মরণকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের নানুর। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সিপিআইএমের (CPIM) এক কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ করল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

জানা যাচ্ছে, গতকাল ৭ নভেম্বর নভেম্বর বিপ্লবের ১০৫ তম স্মরণসভার পরিপ্রেক্ষিতে নানুরের (NANOOR) বালিগুনি গ্রামে একটি কর্মসূচি গ্রহণ করেছিল বামফ্রন্ট কর্মী সমর্থকরা। এই স্মরণ সভায় পতাকা উত্তোলন এবং অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন সিপিআইএম কর্মী বাদল শেখ (৭২) (BADAL SEKH)। এর পরেই সোমবার তার উপর হামলা চালানোর অভিযোগ করলো তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় ওই সিপিআইএম কর্মীরা মৃত্যু হয়।

মৃত সিপিআইএম কর্মী বাদল শেখের স্ত্রী জেরিনা বিবি অভিযোগ করেছেন, “গতকাল সিপিআইএমের কর্মসূচিতে অংশগ্রহণ করার পর সোমবার সকাল দশটা নাগাদ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে বেধড়ক মারধর করে। মারধরের পর তাকে গ্রামে ফেলে দিয়ে যায়। কিন্তু গ্রাম থেকে চিকিৎসার জন্য বের হতে দেওয়া হয়নি।”

দীর্ঘক্ষন ধরে বিনাচিকিৎসায় গ্রামের মধ্যে পড়ে থাকার পর স্থানীয় সিপিআইএম কর্মীরা সুযোগ বুঝে তাকে গ্রাম থেকে বের করে নিয়ে আসেন। কিন্তু ততক্ষণে তার শারীরিক অবস্থার অবনতি হয়। নানুর থেকে বোলপুর মহকুমা হাসপাতালে তাকে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা যাচ্ছে মাঝপথেই তার মৃত্যু হয়।

যদিও এই ঘটনাকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন নানুরের তৃণমূল ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য। তিনি দাবি করেছেন, “এই ঘটনার সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। এটা সম্পূর্ণভাবে পারিবারিক ঝগড়া-বিবাদ থেকে মারামারির ঘটনা ঘটেছে। আমরা কিছুক্ষণ আগেই জানতে পেরেছি একজন মারা গিয়েছেন। এখানে তৃণমূলের কোন সম্পর্ক নেই।”