Credit Card Rewards : ক্রেডিট কার্ড কি আপনার বাড়তি বোঝা মনে হয়? নাকি ক্রেডিট কার্ড ব্যবহার করেই আপনি অর্থনৈতিক সমস্যা এক তুরি মেরে কাটিয়ে উঠতে পারেন? অর্থনৈতিক বিশেষজ্ঞদের মত, ক্রেডিট কার্ড সঠিক নিয়মে ব্যবহার করতে পারলে অর্থনৈতিক সমস্যা আপনার ধারে কাছে ঘেঁষবে না। কিন্তু আবার যদি কার্ড ব্যবহারে নিজেকে সংযত রাখতে না পারেন, তাহলে বাড়বে ঋণের বোঝা। কিন্তু আপনি কি জানেন একাধিক সুবিধা।
ধরুন আপনি কোথাও ছুটি কাটাতে গিয়েছেন। আপনার জন্য সাজানো রয়েছে বিরাট একটা লাক্সারি রুম। আপনার রুমের বাথরুম থেকেই চোখ সরানো দায়। ঘুম থেকে উঠেই বেড টি। তারপর হালকা ওয়ার্ক আউট। ঘাম ঝরানো শরীরকে একটু প্রশান্তি এনে দিতে স্পা। তারপর স্যালাড সহযোগে ব্রেকফাস্ট। একটু রোদ বাড়তেই সুইমিংপুলে জলকেলি। আবার সন্ধ্যার দিকে সুরাপানের বিশাল বন্দোবস্ত। শেষ রাতে ক্যান্ডেল লাইট ডিনার।
সবমিলিয়ে ছুটির দিন জমে ক্ষীর। কিন্তু এত সুবিধা একসঙ্গে পেতে গেলে আপনাকে থাকতে হবে ফাইভ স্টার হোটেলে। তবে তার খরচ তো আর কম নয়। কিন্তু জানেন কি বিলাসবহুলভাবে একটা দিন কাটাতে আপনার অনেকটা খরচ বাঁচিয়ে দিতে পারে আপনার ক্রেডিট কার্ড।
সম্প্রতি মুম্বাইয়ের এক ব্যক্তি 30 হাজার টাকার হোটেলে থেকেছেন কোনো খরচ না করেই আসলে ওই ব্যক্তি নিজের ক্রেডিট কার্ডে পাওয়া রেওয়ার্ড পয়েন্ট থেকে পেমেন্ট করেছেন হোটেলের বিল। লয়্যালটি প্রোগ্রামের অংশ হিসাবে জমা করা রিওয়ার্ড পয়েন্ট দিয়ে নিজের বিল পেমেন্ট করেছেন। ক্রেডিট কার্ড ব্যবহার করে এমন প্রোগ্রামের অংশ হতে পারেন।
আপনি নিত্যদিনের খরচ ক্যাশ অথবা ইউপিআই দিয়ে না করে, যেখানে সম্ভব সেখানে ব্যবহার করতে পারেন ক্রেডিট কার্ড। আর একাউন্টে থাকা টাকা পেমেন্ট করে দিন ক্রেডিট কার্ডের বিল হিসেবে। তাতে আপনি পেয়ে যাবেন রিওয়ার্ড পয়েন্ট। সেগুলি আপনাকে পরবর্তী সময়ে এনে দেবে সুবিধা।
বহু ক্রেডিট কার্ড ব্যবহারকারী বর্তমানে এই পরিকল্পনায় বাজিমাত করছেন। অনেকেই তাঁদের ক্রেডিট কার্ড রিওয়ার্ড পয়েন্টগুলিকে ফ্রি হোটেলে থাকার জন্য ও ফ্লাইটের টিকিট কেনার জন্য ব্যবহার করছেন।