গ্রাহকদের জন্য দারুণ সুখবর, সিমকার্ডের মত পোর্ট করা যাবে ক্রেডিট কার্ড

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মোবাইল নম্বর ব্যবহার করার ক্ষেত্রে আগে যে সংস্থার সিম কার্ড নেওয়া হতো তাদের সিমকার্ডই আজীবন ব্যবহার করতে হতো। কিন্তু পরবর্তীতে এমন বাধ্যবাধকতা থেকে গ্রাহকরা রক্ষা পান MNP ব্যবস্থা আসার ফলে। এই ব্যবস্থা আসার পর গ্রাহকরা চাইলে নিজেদের মোবাইল নম্বর একই রেখে এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে চলে যেতে পারেন।

Advertisements

বর্তমান যুগে মানুষ আর নগদে লেনদেন করার উপর নির্ভরশীল নন। এখন দেশের বড় সংখ্যার মানুষ ডিজিটাল লেনদেনের উপর ভরসা করেন। ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে যেমন ইউপিআই ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে ঠিক সেই রকমই ব্যাপকভাবে বেড়েছে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের ব্যবহার। ডেবিট কার্ড ব্যবহার করা যায় অ্যাকাউন্টে টাকা থাকলে। কিন্তু ক্রেডিট কার্ড অ্যাকাউন্টে টাকা না থাকলেও ব্যবহার করা যায়। মূলত ধার হিসেবে এই টাকা ব্যবহার করা যায় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সেই টাকা মিটিয়ে দিতে হয়।

Advertisements

সাধারণত যে ব্যাংক ক্রেডিট কার্ড ইস্যু করে থাকে তাদের সঙ্গে আমেরিকান এক্সপ্রেস, ভিসা, মাস্টার অথবা রূপে সংস্থার চুক্তি হয়ে থাকে। এক্ষেত্রে কিছু সংস্থা একচেটিয়া ভাবে নিজেদের রাজত্ব তৈরি করছে। অনেক ক্ষেত্রেই আবার বিভিন্ন সংস্থার কার্ড বিভিন্ন জায়গায় চলে না। এই ধরনের সমস্যা এবং একচ্ছত্ররাজ মিটিয়ে ফেলতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) একটি খসড়া বিজ্ঞপ্তি জারি করেছে বুধবার।

Advertisements

সেই খসড়া চুক্তির মূল উদ্দেশ্য হল একচেটিয়া ভাবে কোন ব্যাংক যাতে মাস্টার কার্ড, ভিসা অথবা রূপের সংস্থার সঙ্গে চুক্তি করে কার্ড ইস্যু করতে না পারে। এর জন্য গ্রাহকদের যখন কার্ড ইস্যু করা হবে সেই সময় গ্রাহকদের একাধিক অপশন দিতে হবে যাতে তারা তাদের পছন্দমত সংস্থার কার্ড বেছে নিতে পারেন।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই প্রস্তাব অনুযায়ী আগামী দিনে গ্রাহকরা তাদের ক্রেডিট কার্ড নেওয়ার ক্ষেত্রে নিজেদের পছন্দমত সংস্থার ক্রেডিট কার্ড নিতে পারবেন আবার প্রয়োজন পড়লে মোবাইল সিম কার্ডের মত নেটওয়ার্ক চেঞ্জ অর্থাৎ সংস্থা চেঞ্জ করতে পারবেন। যদিও এই নিয়ম এখনই কার্যকর হয়নি। এই বিষয়ে আগামী ৪ আগস্টের মধ্যে মতামত চাওয়া হয়েছে।

Advertisements