Gangasagar Cruise Service: বদলে যাচ্ছে গঙ্গাসাগর ভ্রমণের আনন্দ, মাত্র ৫৩০ টাকায় মিলবে বিলাসবহুল ক্রুজ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এমন প্রবাদ দশকের পর দশক ধরে মানুষের মুখে মুখে শোনা যায়। যে কারণে বছরের বিভিন্ন সময় পর্যটকরা গঙ্গাসাগর (Gangasagar) ভ্রমণে যান। আবার সামনেই রয়েছে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela), যে মেলাতে ঘিরে এখন থেকেই সাজো সাজো রব শুরু হয়েছে। আর এই গঙ্গাসাগর মেলার আগেই এবার একটি বিলাসবহুল প্রমোদতরী (Gangasagar Cruise Service) চালু হল গঙ্গাসাগরে।

Advertisements

গঙ্গাসাগরে নতুন যে বিলাসবহুল প্রমোদতরী চালু করা হল, তার ফলে গঙ্গাসাগর ঘুরতে আসা পর্যটক এবং পুণ্যার্থীরা অনেক বেশি উপকৃত হবেন। কেননা এই ক্রুজ সার্ভিস সপ্তাহের সাত দিনই পাওয়া যাবে। আবার বিলাসবহুল এমন ক্রুজ সার্ভিসের জন্য খুব বেশি টাকা খরচ করতে হবে এমন নয়। ১০০০ টাকারও কমে মাত্র ৫৩০ টাকায় পর্যটক এবং পুণ্যার্থীরা এই ক্রুজ সার্ভিস ব্যবহার করে গঙ্গাসাগর ভ্রমণ করতে পারবেন।

Advertisements

নতুন যে ক্রুজ সার্ভিস চালু করা হয়েছে সেটি ডায়মন্ড হারবার থেকে কচুবেড়িয়া পর্যন্ত যাতায়াত করবে। একটি বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এমন ক্লোজ সার্ভিস চালু করা হল। এই ক্রুজ সার্ভিস প্রতিদিন সকাল ন’টা থেকে শুরু হবে এবং মেলার কয়েকটি দিন অর্থাৎ ১৩ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত সকাল আটটা থেকে পরিষেবা পাওয়া যাবে। চার ঘন্টা অন্তর অন্তর দিনে তিনবার পরিষেবা পাওয়া যাবে বলে জানা গিয়েছে।

Advertisements

আরও পড়ুন ? দুর্ভোগের দিন শেষ, এবার গঙ্গাসাগরে আসা পুণ্যার্থীদের সহজেই হবে যাতায়াত, ইসরোর নয়া ব্যবস্থা

বিলাসবহুল এমন ক্রুজ সার্ভিসের জন্য সংস্থার তরফ থেকে যে ভাড়ার কথা বলা হয়েছে তাতে প্রিমিয়াম ক্লাসের জন্য যাত্রী কিছু খরচ পড়বে ৬৩০ টাকা। অন্যদিকে যে ইকোনমি ক্লাস রয়েছে সেইসব ক্লাসে যে সকল যাত্রীরা যাতায়াত করবেন তাদের মাথাপিছু খরচ পড়বে ৫৩০ টাকা। যদিও গঙ্গাসাগর মেলার সময় এই ভাড়া কিছুটা হলেও বেশি থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ভাড়া ১৬০০ টাকা পর্যন্ত উঠতে পারে বলেও মনে করা হচ্ছে। যে সকল পর্যটকরা একসঙ্গে যাওয়া এবং আসার টিকিট বুকিং করবেন তাদের তিন হাজার টাকা দিতে হবে।

গঙ্গাসাগরে এমন অভিনব ক্রুজ সার্ভিস পরিষেবার জন্য টিকিট বুকিং করা যাবে অনলাইন এবং অফলাইন দুইভাবেই। অন্যদিকে এমন ক্রুজ সার্ভিসের ফলে ডায়মন্ড হারবার থেকে গঙ্গাসাগর পৌঁছানোর সময় অনেক কমে যাবে। যেখানে সড়কপথে ডায়মন্ড হারবার থেকে গঙ্গাসাগর পৌঁছাতে সময় লাগে প্রায় সাড়ে তিন ঘন্টা, সেই জায়গায় ক্রুজ সার্ভিসে সময় লাগবে দু’ঘন্টারও কম।

Advertisements