UPI service now available on Zomato: বর্তমান যুগে মানুষ বড় বেশি ফোন নির্ভর। ঘরে বসেই যদি সব সুবিধা পাওয়া যায় তাহলে আর বাইরে যাবার কি দরকার। জামাকামড় থেকে শুরু করে রেস্তরাঁর খাবার সবেতেই এখন মানুষ ফোন নির্ভর। এখন তো বাড়িতে বসে ফোনের মাধ্যমে আপনি সবকিছু হাতের মুঠো পেয়ে যাবেন। ফোনের এক ক্লিকেই যখন পুরো দুনিয়া হাতের মধ্যে চলে আসে তখন মানুষ আর কি চায়। আজকালকার বেশিরভাগ মানুষই বাইরের খাবার খেতে বেশি পছন্দ করেন। ফলে প্রত্যেকদিন বেড়ে চলেছে ফুড ডেলিভারি সংস্থাগুলির গ্রাহক সংখ্যা। সব দিক বিবেচনা করে এবার নিজেদের ইউপিআই পরিষেবা (Zomato UPI Service) শুরু করল Zomato।
Zomato এর এই নতুন পরিষেবা (Zomato UPI Service) শুধুমাত্র সংস্থার জন্য নয় গ্রাহকদের জন্য হতে পারে লাভজনক। জমাটো গোটা ভারতবর্ষে ফুড ডেলিভারি অ্যাপের মধ্যে অন্যতম। তার উপর এই নতুন পরিষেবার মধ্য দিয়েই তাদের মুকুটের যুড়ল নতুন পালক। এই পদক্ষেপ অবশ্যই তাদের গ্রাহক সংখ্যা বৃদ্ধি করবে। মানুষ Zomato এর এই পরিষেবার মাধ্যমে বিভিন্ন রেস্তোরাঁর পছন্দসই খাবার পেয়ে যাবেন বাড়িতেই। আর আপনাকে পছন্দের খাবার খাওয়ার জন্য যেতে হবে না বাইরে। ঘরে থেকেই ভালো ভালো খাবার উপভোগ করুন Zomato এর এই পরিষেবার মাধ্যমে।
অথবা আপনারা নিজের কার্ডের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন। অনেক মানুষই আবার ঝামেলা এড়ানোর জন্য কথা না বাড়িয়ে ক্যাশ অন ডেলিভারি করে দেন। কিন্তু এবার খাবার অর্ডারের পর আপনি পে করতে পারবেন Zomato এর নিজস্ব ইউপিআই -তেই (Zomato UPI Service)। ইতিমধ্যেই অনেক ব্যবহারকারী কিন্তু এই সুবিধা পাচ্ছেন। সবথেকে বড় কথা হলো সকলের জন্য কিন্তু এখনও চালু হয়নি এই সুবিধা।
আপনি জানবেন কিভাবে যে আপনি Zomato -এর এই ইউপিআই পরিষেবা পাবেন কি না? প্রথমে কিন্তু আপনাকে অ্যাপটি খুলে প্রোফাইল সেকশানে যেতে হবে। তারপর সেখানেই পেয়ে যাবেন ইউপিআই অপশন। তবে অবশ্যই গোল্ড ইউজাররা দ্রুত এই পরিষেবা পাবেন।