নিজস্ব প্রতিবেদন : বর্তমানে বাইসাইকেলের জায়গা নিয়েছে মোটরসাইকেল এবং অন্যান্য যানবাহন। তবে প্রকৃতির নিচে অনেক সময় সাধ হয় সাইকেল চালানোর। শুধু মানুষের সাইকেল চালানোর সাধ হয় এমনটা নয়, গরিলাদেরও তা হতে পারে। কিন্তু তা করতে গিয়েই যে কান্ড ঘটলো তারা দেখে রীতিমতো হেসে গড়াগড়ি সোশ্যাল মিডিয়ার দর্শকদের।
বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে বিভিন্ন সময় নানান ধরনের মজার ভিডিও ভাইরাল হয়ে থাকে। সেই সকল ভিডিওর মধ্যে অন্যতম একটি ভিডিও হলো এই ভিডিওটি। কারণ এই ভিডিওতে দেখা গিয়েছে একটি গরিলাকে সাইকেল চালাতে। যদিও ভিডিওটি কোথায় তোলা হয়েছে তা সম্পর্কে কিছু জানা যায়নি।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, একটি গরিলা হাতের কাছে সাইকেল পেয়ে আনন্দে আত্মহারা। শুধু আনন্দে আত্মহারা নয়, পাশাপাশি হাতের কাছে পাওয়া ওই সাইকেল দিব্যি সে চালাতে শুরু করেছে। কিন্তু কিছুদুর যাওয়ার পরেই আচমকা দুর্ঘটনা। কিছুদুর যাওয়ার পর এই আর টাল সামলাতে না পেরে ওই গরিলাটি হুমরি খেয়ে মাটিতে পড়ে যায়।
মানুষের ক্ষেত্রে যেমন সাইকেল চালাতে গিয়ে পড়ে গেলে তা লজ্জার বিষয় হয়ে দাঁড়ায়, এই গরিলাটির কাছেও যেন ঠিক তেমনি হয়ে দাঁড়িয়েছে। সাইকেল থেকে হুমড়ি খেয়ে পড়ে যাওয়ার পর সে ক্ষিপ্ত হয়ে ওঠে। তারপর সে নিজের যাবতীয় রাগ উগড়াতে শুরু করে সাইকেলের উপর। সাইকেলটিকে দু’হাতে তুলে আছাড় দিয়ে ছুঁড়ে ফেলে দেয়।
Stupid cycle ?!!!……….? pic.twitter.com/hGXZBEGSL7
— Dr.Samrat Gowda IFS (@IfsSamrat) June 8, 2022
গরিলার এই আত্মসম্মান এবং কান্ড কারখানা দেখে স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ার দর্শকরা বেশ মজা পেয়েছেন এবং এই ভিডিওটি দেখে তাদের হেসে গড়াগড়ি দেওয়ার মত অবস্থা।