Sabooj Sathi Scheme: পড়ুয়াদের মধ্যে খুশির হাওয়া, এই তারিখের মধ্যে ফের আসছে সবুজ সাথীর সাইকেল

Prosun Kanti Das

Published on:

Advertisements

Cycle of Sabooj Sathi Scheme is coming again by this date: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে ক্ষমতায় আসার পর রাজ্যের সাধারণ মানুষের কল্যাণের জন্য নানা কর্মসূচি গ্রহণ করে চলেছেন। মুখ্যমন্ত্রীর এই সব কর্মসূচি গুলির মধ্যে বিশেষ কয়েকটি প্রকল্পের দ্বারা দারুন সুযোগ সুবিধা লাভ করেন রাজ্যের পড়ুয়ারা। সরকারি যে যে প্রকল্প গুলির মাধ্যমে পড়ুয়ারা বিশেষ সুযোগ সুবিধা লাভ করেন তার মধ্যে অন্যতম একটি হলো সবুজ সাথী প্রকল্প (Sabooj Sathi Scheme)। এই রাজ্যের পড়ুয়াদের যাতে স্কুলে যেতে কোনো রকম সমস্যা না হয় সেই কারণে সবুজ সাথী প্রকল্পের উদ্যোগ গ্রহণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বিশেষ এই প্রকল্প টির মাধ্যমে সরকারি স্কুলে শিক্ষা লাভ করা পড়ুয়ারা সরকারের তরফ থেকে সাইকেল পান।

Advertisements

এই সবুজ সাথী প্রকল্পের (Sabooj Sathi Scheme) সুবিধা লাভ করে নবম শ্রেণির শিক্ষার্থীরা। অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে নবম শ্রেণিতে ওঠার পরেই যাতে সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে পড়ুয়ারা সাইকেল পায় সেই বিষয়টি নিশ্চিত করার জন্য বর্তমানে উদ্যোগী হয়ে উঠেছে প্রশাসন। এই বিষয়টি নিয়ে জেলা প্রশাসনকে বিশেষ তৎপরতা গ্রহণ করে কাজ সারতে বলা হয়েছে। সম্প্রতি রাজ্যের মুখ্যসচিব বি.পি গোপালিকা রাজ্যের সমস্ত জেলা শাসক দের কাছে একটি বিশেষ নির্দেশিকা পাঠিয়েছেন। সেই নির্দেশিকা অনুসারে বলা হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যেই সবুজ সাথী প্রকল্পের এই সাইকেল দেওয়ার প্রক্রিয়া শেষ করতে হবে।

Advertisements

নবান্নের তরফ থেকে জানানো হয়েছে এ বছর যে সব শিক্ষার্থীরা সবুজ সাথীর সাইকেল পাবে তাদের কাছে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে সাইকেল পৌঁছে দিতে হবে। জেলা প্রশাসন যাতে এই বিষয়ে অধিক গুরুত্ব দেয় এবং এই বিষয়ের উপর নজরদারি চালায় সে সম্পর্কে বিশেষ নির্দেশিকা জারি করা l হয়েছে নবান্নের তরফ থেকে।জেলা স্তরে এখনও পর্যন্ত মোট ৩ লাখ সাইকেলের পার্টস ফিট করা বাকি আছে। প্রশাসন সূত্রে পাওয়া খবর অনুসারে জানা গেছে এই টার্গেট ১০ ফেব্রুয়ারির মধ্যে পূরণ করার জন্য প্রতি দিন সারা রাজ্যে ৩০ হাজার করে সাইকেল ফিট করতে হবে এবং সেই কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। জানা গেছে একটি সাইকেল সম্পূর্ন ফিট করার জন্য কর্মীরা ১০০ টাকা করে পারিশ্রমিক পান। এই কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে আরো কর্মীকেও কাজে লাগানো হতে পারে।

Advertisements

আরও পড়ুন ? শুধু টাকা কামানো নয়, পড়ুয়াদের ৫০ হাজার টাকা স্কলারশিপও দেয় TATA! জানুন কীভাবে

শুধু তাই নয় সাইকেল গুলি ফিট করা হয়ে গেলে যাতে কাজের কোনো ঢিলেমি না করে দ্রুত স্কুল গুলিতে পাঠিয়ে দেওয়া হয় নবান্নের তরফ থেকে সেই বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে, প্রতিটি জেলা প্রশাসনকে। এই বিষয়টি নিশ্চিত করার জন্য গত ২৭ জানুয়ারি অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের পক্ষ থেকে একটি বৈঠক ও ডাকা হয়েছিল। আপাতত সেই বৈঠকের নির্দেশিকা মেনে সমস্ত কাজ সম্পন্ন হচ্ছে বলে জানা গেছে।

প্রসঙ্গত উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সবুজ সাথী প্রকল্প (Sabooj Sathi Scheme) পড়ুয়া দের নানা ভাবে উপকৃত করে। দূর থেকে যেসব পূর্বা সরকারি স্কুলে শিক্ষা গ্রহণ করতে আসে সাইকেল পেলে তাদের অনেক সুবিধা হয়। সবুজ সাথী প্রকল্পর মাধ্যমে মোট আট বারে ১ কোটি ১০ লাখের ও বেশি সাইকেল দেওয়া হয়েছে রাজ্যের পড়ুয়া দের। চলতি বছর রাজ্যের বিভিন্ন প্রান্তের পড়ুয়া দের আরো ১১ লাখ সাইকেল দেওয়া হবে সরকারের পক্ষ থেকে।

Advertisements