ল্যান্ডফল নিসর্গের, প্রবল ঝড়-বৃষ্টিতে বেসামাল একের পর এলাকা

নিজস্ব প্রতিবেদন : মাত্র ১৫ দিনের মাথায় দেশে আছড়ে পড়ল দ্বিতীয় ঘূর্ণিঝড়। বুধবার বেলা ১টা নাগাদ মহারাষ্ট্রের আলিবাগে ল্যান্ডফল হলো ঘূর্ণিঝড় নিসর্গের। আর পূর্বাভাস মতোই ল্যান্ডফলের সাথে সাথেই তছনছ হতে শুরু করল একের পর এক এলাকা। প্রবল বেগে ঝড়ের পাশাপাশি মুষলধারে বৃষ্টিতে নাজেহাল মুম্বই। ঘূর্ণিঝড়ের ধাক্কায় উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। ল্যান্ডফলের পর ৩ ঘন্টা এই ঘূর্ণিঝড়ের প্রবল প্রকোপ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

এদিন পূর্বাভাস মতোই ১২০ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় নিসর্গ আছড়ে পড়ে স্থলভাগে। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে ঘূর্ণিঝড়ের চোখ ইতিমধ্যেই প্রবেশ করেছে স্থলভাগের উপর। আর এই ঘূর্ণিঝড়ের প্রকোপ চলবে ৩ ঘণ্টা। ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে মহারাষ্ট্রের রত্নগিরি, পানাজি ও গুজরাত উপকূলে। তবে আশার আলো এটাই যে পূর্বাভাসে থেকে কিছুটা হলেও কম প্রভাব ফেলতে চলেছে এই ঘূর্ণিঝড় গুজরাত উপকূলে। কারণ স্থলভাগকে প্রবেশ করার পর এই ঘূর্ণিঝড় শক্তিক্ষয় করছে।

ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের সাথে সাথে আলিবাগ এলাকায় বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। অজস্র গাছ ইতিমধ্যে ভেঙে পড়েছে, ক্ষয়ক্ষতির মুখে পড়েছে কাঁচা বাড়ি। কাঁচা বাড়িগুলির কোনটির চাল উড়ে গেছে, কোনটির দেওয়াল ভেঙে পড়েছে। এমনকি বহুতলগুলিরও জানালার কাঁচ ভেঙে পড়েছে বলেও সর্বভারতীয় নানান সংবাদমাধ্যম মারফত খবর পাওয়া যাচ্ছে। আর এই ঘূর্ণিঝড় মোকাবিলায় ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা বাহিনীর ২০টি দল মোতায়েন করা হয়েছে মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায়।

এদিকে ঝড়ের দাপটে মুম্বইয়ের সান্তাক্রুজ এলাকায় একটি নির্মীয়মাণ বাড়ির সিমেন্টের চাংর ভেঙ্গে একই পরিবারের তিনজন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। বেশ কয়েক জায়গায় মোবাইল পরিষেবা ব্যাহত হয়েছে। এখনো পর্যন্ত ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার রয়েছে মুম্বইয়ের উপকূলবর্তী এলাকায়। তবে তা কয়েক ঘণ্টা পরেই দুর্বল হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।