DA Hike: ফের বাড়বে DA, বাড়বে HRA! নতুন বছরের শুরুতেই ব্যাপক বেতন বৃদ্ধির জল্পনা সরকারি কর্মচারীদের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ২০২৪ সালের শুরুটা সরকারি কর্মচারীদের (Government Employees) কাছে রীতিমত পোয়াবারো হতে চলেছে। কেননা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে ৪ শতাংশ DA বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে। নতুন এই DA বৃদ্ধির হার জানুয়ারি মাস থেকে লাগু হবে। তবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের থেকে আরও অনেক বেশি ভাগ্য খুলতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বলে জল্পনা শুরু হয়েছে।

Advertisements

ডবল ইঞ্জিনের মত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এবার নতুন বছরের শুরুতেই নতুন দুটি সুখবর পেতে পারেন বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। সূত্রের খবর বাস্তবায়িত হলেই এক ধাক্কায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কয়েকগুণ বেড়ে যাবে। কারণ এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কেবল ডিএ বৃদ্ধি পাবেন তা নয়, এর পাশাপাশি তাদের এইচআরএ (HRA) বৃদ্ধি পাবে বলেও জানা যাচ্ছে। কেন্দ্রের তরফ থেকে এখনো কিছু জানানো না হলেও সূত্রের দাবি বড় রকম পরিবর্তন আসতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতনে।

Advertisements

ডিএ হল মহার্ঘ ভাতা, এই বিষয়টি সবাই জানলেও এইচআরএ বিষয়টি অনেকেই জানেন না। এইচআরএ হলো বাড়ি ভাড়ার জন্য দেওয়া ভাতা। কেন্দ্র সরকারের তরফ থেকে ডিএ এবং এইচআরএ বৃদ্ধি নিয়ে এখনো পর্যন্ত ঘোষণা কিছু করা না হলেও বিভিন্ন রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যেই এই বড় ঘোষণা হয়ে যেতে পারে। যা বড় ঘোষণা হবে তা অবশ্যই লোকসভা নির্বাচনের আগেই হবে হলেও মনে করা হচ্ছে।

Advertisements

আরও পড়ুন ? ৪% DA বৃদ্ধির মাঝেই ফের সুখবর! সরকারি কর্মচারীদের কপাল খুলে দিলেন মমতা

কত শতাংশ ডিএ বৃদ্ধি পেতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের? এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪৬ শতাংশ ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। জানা যাচ্ছে, নতুন করে ৪ থেকে ৫ শতাংশ ডিএ বৃদ্ধি পেতে পারে খুব তাড়াতাড়ি। এক্ষেত্রে যদি ৪ শতাংশও ডিএ বৃদ্ধি পায় তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ হয়ে যাবে ৫০ শতাংশ। আবার যদি ৫ শতাংশ DA বৃদ্ধি পায় তাহলে DA-র নতুন হার হয়ে যাবে ৫১ শতাংশ।

অন্যদিকে DA বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গেই এইচআরএ সংশোধন করতে হবে। কেননা ডিএ বৃদ্ধি পেলেই ৫০ শতাংশ পেরিয়ে যাবে ডিএ-র হার। এক্ষেত্রে সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী এইচআরএ সংশোধন করা হবে। এক্ষেত্রে X, Y, Z তিন শহরে বসবাসকারী সরকারি কর্মচারীদের ২ শতাংশ এইচআরএ বৃদ্ধি পাবে। এইচআরএ বৃদ্ধি পাওয়ার পর X শহরে বসবাসকারীরা ৩০%, Y শহরে বসবাসকারীরা ২০% এবং Z শহরে বসবাসকারীরা ১০% এইচআরএ পাবেন।

Advertisements