এই আইপিএসের নাম শুনলে থরথর করে কাঁপেন কয়েদিরা! জেরায় ভেঙে যায় নাক মুখ

নিজস্ব প্রতিবেদন : দেখতে আপাত শান্ত একজন পুলিশ আধিকারিক। কিন্তু সেই আইপিএস (IPS) কর্তার ভয়ে থরথর করে কাঁপে কয়েদিরা। আসামিদের কাছে ওই আইপিএস যেন সাক্ষাৎ যমদূত। চেন্নাইয়ের (Channai) ওই আইপিএস অফিসারের জেরার মুখোমুখি হতে চান না কেউ। কারণ তার জেরার মুখোমুখি হলে সহ্য করতে হবে নারকীয় অত্যাচার। তাই চেন্নাইয়ের আইপিএস অফিসার বলবীর সিং (balveer singh ips) এর নাম শুনলে কেঁপে ওঠেন কয়েদিরা।

কিন্তু কেন এত ভয় একজন আইপিএস অফিসারকে? কয়েদিদের বয়ান শুনলে ভয়ে কেঁপে উঠবে আপনার মন। এখনও পর্যন্ত ১০ জনেরও বেশি কয়েদি বলবীর সিংহের নারকীয় অত্যাচার এবং জেরার মুখোমুখি হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তারা অভিযোগ জানিয়েছেন, এই আইপিএস অফিসার নাকি জেরা করার সময় দাঁত উপড়ে দেন। খানদুয়েক কয়েদির অন্ডকোষ থেঁতলে দিয়েছেন তিনি। আবার অনেক কয়েদির কান প্লাস ব্যবহার করে মুচড়ে দিয়েছেন।

গুরুতর অভিযোগের ভিত্তিতে বরখাস্ত হয়েছেন ওই পুলিশকর্তা। পুলিশ কর্তাকে নিয়ে বিতর্ক এত দূর পর্যন্ত পৌঁছেছিল, যে খোদ মুখ্যমন্ত্রীকে সেখানে হস্তক্ষেপ করতে হয়েছে। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে ঘোষণা করতে হয়েছে, বিতর্কিত পুলিশকর্তাকে বরখাস্ত করার কথা।

হেফাজতে থাকা আসামিদের ওপর চরম অত্যাচারের অভিযোগে বরখাস্ত করা হয়েছে পুলিশ কর্তাকে। পুলিশকর্তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি হেফাজতে থাকা আসামীদের অন্ডকোষ থেঁতলে দিয়েছেন। উপড়ে দিয়েছেন দাঁত। এমন গুরুতর নির্যাতনের জেরে সাসপেন্ড হয়েছেন তামিলনাড়ুর অম্বাসমুদ্রমের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট বলবীর সিং।

সাসপেন্ড হওয়া পুলিশ কর্তার নির্যাতনের শিকার অনেকে। প্রাথমিকভাবে বলা হচ্ছে, ছয়জনের উপর এমন নির্যাতন চালিয়েছেন তিনি। তবে কোনও কোনও পুলিশ কর্তার দাবি, সেই সংখ্যা ৪০ এর ওপরে। অন্তত দুজন আসামির অন্ডকোষ থেতলে দেওয়ার অভিযোগ রয়েছে সাসপেন্ড হওয়া অম্বাসমুদ্রমের সাসপেন্ড হওয়া এসপির ওপর। অভিযোগ, অন্তত দশজনের দাঁত উপড়ে ফেলা হয়েছে। প্লাস দিয়ে মুচড়ে দেওয়া হয়েছে আসামীদের কান।

সাসপেন্ড হওয়া পুলিশ আধিকারিকের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন এক ব্যক্তি। জানিয়েছেন কিভাবে এই তরুণ আইপিএস অফিসার আসামিদের উপর অত্যাচার করতেন। চেল্লাপ্পা এক ব্যক্তি প্রথম মুখ খুলেছিলেন বলবীরের বিরুদ্ধে। এরপর একে একে অনেকেই মুখ খুলতে থাকেন বলবীরের বিরুদ্ধে। এম মারিয়াপ্পন নামের এক অভিযুক্ত জানিয়েছেন, তাঁর তিনটি দাঁত একসঙ্গে উপড়ে নেন বলবীর। তাঁর ভিডিওটিও ভাইরাল হয়। বছর দেড়েক আগে বিবাহিত মারিয়াপ্পনের অণ্ডকোষও থেঁতলে দেওয়া হয়। কোনও কোনও অভিযুক্তদের দাবি, তাঁদের মুখে নুড়ি ভরে লাগাতার থাপ্পড় মারা হত।

অভিযোগ, অম্বাসমুদ্রম, কাল্লিদাইকুরিচি, বিক্রমাসিংহপুরম থানায় ১৩ জনের উপরে অত্যাচার চালিয়েছেন সাসপেন্ড হওয়া পুলিশ অফিসার। তাঁর বিরুদ্ধে রয়েছে জেরার সময় অভিযুক্তদের উপরে নারকীয় অত্যাচারের মতো গুরুতর অভিযোগ। এমন নানা অভিযোগের পরে, অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ঘোষণা করয়েছেন, বরখাস্ত করে দেওয়া হয়েছে বিতর্কিত এএসপি বলবীর সিংকে।