এবার সহজেই হবে ট্রেনের টিকিট কনফার্ম! দার্জিলিং, পুরীর জন্য বড় বন্দোবস্ত রেলের

নিজস্ব প্রতিবেদন : উৎসবের মরশুমে বাইরে থাকা মানুষদের যেমন বাড়ি ফিরে আসার তাগিদ থাকে, ঠিক সেই রকমই আবার ঘুরতে যাওয়ার তাগিদও দেখা যায় ভ্রমণ পিপাসুদের মধ্যে। কেননা উৎসবের এই মরশুমে হাতে থাকে একগুচ্ছ ছুটি। সেই ছুটিকে কাজে লাগিয়েই বাইরে থাকা মানুষজন বাড়ি ফিরতে চান আর পর্যটকরা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরতে যেতে চান।

ঘুরতে যাওয়া অথবা এক জায়গা থেকে অন্য জায়গায় সব ক্ষেত্রেই দেশের অধিকাংশ মানুষকে ট্রেনের (Train) উপর নির্ভর করে যাতায়াত করতে দেখা যায়। যে কারণে এই সব মুহূর্তে ট্রেনের টিকিট নিয়ে তৈরি হয় ক্রাইসিস। অনেক আগে থেকেও বুকিং করেও পাওয়া যায় না কনফার্ম টিকিট। তবে এবার রেলের (Indian Railways) তরফ থেকে এই পরিস্থিতির কথা মাথায় রেখে বড় বন্দোবস্ত করা হলো।

রেলের তরফ থেকে চাহিদার কথা মাথায় রেখে দার্জিলিং এবং পুরীর জন্য একাধিক স্পেশাল ট্রেনের ঘোষণা করা হয়েছে। এই সকল স্পেশাল ট্রেনের ঘোষণার পরিপ্রেক্ষিতে এখন সহজেই কনফার্ম টিকিট পাওয়া যাবে এবং যারা টিকিটের অভাবে প্ল্যান ভেস্তে দিয়েছিলেন তারা ফের ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন।

রেলের তরফ থেকে যে সকল স্পেশাল ট্রেন ঘোষণা করা হয়েছে সেগুলির মধ্যে ০৩১০১ শিয়ালদহ পুরী স্পেশাল ট্রেন ১১, ১৮ এবং ২৫ নভেম্বর পরিষেবা দেবে। ০৩১০৩ শিয়ালদা নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেনটি পরিষেবা দেবে ১৮ এবং ২৫ নভেম্বর। ০৩০২৭ হাওড়া নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেন চলবে ২২ এবং ২৯ নভেম্বর।

এছাড়াও ০৩৫৭৫ আসানসোল আনন্দ বিহার স্পেশাল ট্রেন পরিষেবা দেবে ১০, ১৭, ২৪ নভেম্বর। ০৩৪৩৫ মালদহ আনন্দ বিহার টার্মিনাল স্পেশাল ট্রেনটি পরিষেবা দেবে ১৩ নভেম্বর। ০২৫১৭ কলকাতা গুয়াহাটি স্পেশাল ট্রেন পরিষেবা দেবে ৯, ১৬, ২৩ ও ৩০ নভেম্বর। ০২৫০১ কলকাতা আগরতলা স্পেশ্যাল ট্রেনটি চলবে ১২, ১৯ ও ২৬ নভেম্বর। ০৫৬৪০ কলকাতা শিলচর স্পেশ্যাল ট্রেনটি চলবে ১৭ ও ২৪ নভেম্বর। ০২০২৩ হাওড়া পটনা স্পেশ্যাল ট্রেনটি পরিষেবা দেবে ১২, ১৯,ও ২৬ নভেম্বর। ০৯০১২ মালদহ টাউন উধনা জংশন স্পেশ্যাল ট্রেনের পরিষেবা পাওয়া যাবে ১২ ও ১৯ নভেম্বর। ০২২৫৯ ভাগলপুর নিউ দিল্লি স্পেশ্যাল ট্রেনটি চলবে ১৫ ও ১৮ নভেম্বর।