‘মমতাদি সব জানেন’, জ্যোতিপ্রিয়র মন্তব্যের পরই মুখ খুললেন বালুর মেয়ে প্রিয়দর্শনী

নিজস্ব প্রতিবেদন : রেশন দুর্নীতি (Ration Corruption) কান্ড এখন রাজ্য রাজনীতিতে নতুন অধ্যায় হয়ে দাঁড়িয়েছে। এই দুর্নীতি কাণ্ডের কিনারা করতে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি প্রথমেই গ্রেপ্তার করে প্রভাবশালী ব্যবসায়ী বাকিবুর রহমানকে (Bakibur Rahaman)। জানা যাচ্ছে, তার দেওয়া তথ্যের ভিত্তিতেই ইডি আধিকারিকদের হাতে গ্রেপ্তার হন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)।

যেদিন তাকে গ্রেপ্তার করা হয় সেই দিন জ্যোতিপ্রিয় মল্লিক বিজেপির ষড়যন্ত্র বলে দাবি করেছিলেন। ঠিক এর এক সপ্তাহ পর ফের সাংবাদিকদের সামনে শুক্রবার মুখ খুলতে দেখা যায় জ্যোতিপ্রিয় মল্লিককে। এবার তিনি মুখ খুলে জানান, ‘মমতাদি সব জানেন, অভিষেক ব্যানার্জি সব জানেন’। তিনি আরও জানান, তিনি দলের সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন। দলও তার সঙ্গে আছে। শুভেন্দু অধিকারী চক্রান্ত করে তাকে ফাঁসিয়েছেন।

জ্যোতিপ্রিয় মল্লিকের এইসব মন্তব্যের পর একটি বেসরকারি টিভি চ্যানেলের মুখোমুখি হন জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শনী মল্লিক (Priyadarshini Mallick)। তিনি ওই বেসরকারি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তার বাবা অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের এই সকল মন্তব্য নিয়েই কথা বলেছেন। তবে জ্যোতিপ্রিয় মল্লিকের এমন মন্তব্যের পর তৃণমূলের অন্দরে নানান কথা উঠতে শুরু করেছে। জ্যোতিপ্রিয় মল্লিক কেন মমতা এবং অভিষেকের নাম নিলেন তা খুঁজে পাচ্ছেন না দলেরই তাবড় তাবড় নেতারা।

প্রিয়দর্শিনী ওই টিভি চ্যানেলকে যাওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, জ্যোতিপ্রিয় মল্লিকের আত্মবিশ্বাস আছে বলেই তিনি নিজেকে নির্দোষ বলছেন। এখন প্রশ্ন হল মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন বলে যা দাবি করেছেন তা কি সত্য? এর উত্তরে প্রিয়দর্শনী জানিয়েছেন, “হয়তো কিছু জানেন বা না জানেন। সেটা দলের কাছে খবর নিতে হবে। এটা দলীয় ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে ওরাই বলতে পারবে।”

অন্যদিকে রকেটের গতিতে জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী অর্থাৎ প্রিয়দর্শিনী মল্লিকের মায়ের সম্পত্তি বৃদ্ধি নিয়ে প্রশ্ন করা হলে উত্তরে প্রিয়দর্শনী জানান, ‘সেটা মা বলতে পারবেন।’ এর পাশাপাশি প্রিয়দর্শিনী দাবি করেছেন, তিনি বাকিবুর রহমানকে চেনেন না। অন্যদিকে ইডি আধিকারিকদের সঙ্গে তার কথা হচ্ছে। ইডি ডাকলে তিনি যাবেন এবং তদন্তের মুখোমুখি হতে তিনি প্রস্তুত।