মৃত এলিয়েনের দেখা গেলো বলিভিয়ায়, ভিডিও ভাইরাল হতেই শোরগোল সোশ্যাল মিডিয়ায়

Antara Nag

Published on:

Advertisements

কতই অলৌকিক ঘটনা ঘটে চলেছে পৃথিবীতে। সম্প্রতি বলিভিয়ার (Bolivian Village) একটি গ্রামের মানুষজন দাবি করছেন যে তারা এলিয়ান দেখেছে। তাও আবার মৃত। গ্রাম বাসীরা জানিয়েছেন, তারা একটি প্রাণীটিকে মৃত অবস্থায় নর্দমায় দেখা গিয়েছিল। আর যাকে দেখতে এলিয়ানের মত। এই ঘটনার প্রমাণস্বরূপ, বেশ কয়েকটি ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। আর সেগুলি ভাইরালও (Viral) হয়েছে খুব।

Advertisements

বুলগেরিয়ান মনস্তাত্ত্বিক বাবা ভাঙ্গা ভবিষ্যদ্বাণী করেছিলেন, ২০২৩ সালেই ভিনগ্রহী প্রাণী বা এলিয়েনরা (Aliens) পৃথিবীতে আক্রমণ করবে। এবার সেটাই মনে হচ্ছে সত্যি হতে চলেছে। অন্তত ইঙ্গিত তো তেমনই মিলেছে। আর হাতেনাতে তার প্রমাণও মিলেছে। কারণ বলিভিয়ার একটি গ্রামের মানুষজন দাবি করেছেন তাদের গ্রামে তারা এলিয়ানের মৃত দেহ খুঁজে পেয়েছেন।

Advertisements

টুইটারে @NuestroDiario-র তরফে কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে। তার মধ্যে থেকে একটি ছবিতে দেখা গিয়েছে, রাস্তার দিকে তাকিয়ে রয়েছে একটি কুকুর। জানা গিয়েছে, ওই কুকুরটিই প্রথম এলিয়েনটিকে (Aliens) শনাক্ত করে এবং দেখা মাত্রই চিৎকার করতে থাকে। এই ছবি পোস্টের সাথে সাথেই খুব দ্রুত গতিতে এটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এদিকে @F10HD_BOLIVIA নামক একটি টুইটার পেজ থেকে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। সেখানেই এলিয়েন মহাকাশযান বা UFO-র মতো একটি বস্তুটি দেখা গিয়েছে।

Advertisements

বলিভিয়ার (Bolivian Village) গ্রামবাসীরা জানিয়েছেন, তারা যে রহস্যময় প্রাণী দেখেছিলেন সেটি আকারে খুবই ছোট ছিল। সেটি যে কিউটও ছিল, সে কথাও জানিয়েছেন বলিভিয়ার (Bolivian Village) মানুষজন। গ্রামের মানুষ আরো বলেছেন প্রাণীটিকে দেখার দুই দিন আগে ওই গ্রামে রাতের আকাশে সবুজ আলো দেখেছিলেন তারা। তাই তাঁরা বিশ্বাস করছেন, একটি UFO বা এলিয়েন (Aliens) মহাকাশযান ওই প্রাণাটিকে পৃথিবীতে নিয়ে এসেছিল।

ওই ভিনগ্রহী প্রাণীটিকে বলভিয়ার গ্রামটির মানুষজন মৃত অবস্থায় দেখলেও তারপরে সেটি নিঁখোজ হয়ে যায়। এই কথা জানিয়েছেন গ্রামবাসীরাই। তাঁদের দাবি, ওই প্রাণীটিকে তাঁরা মৃত অবস্থায় দেখলেও পরবর্তীতে তা নর্দমা থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায়। সংবাদমাধ্যম অনুযায়ী, বলিভিয়ার লা পাজের ছোট্ট শহর হুয়ারিনাতে এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে। একাধিক অনলাইন পোর্টাল ভিডিয়ো প্রকাশ করে বলিভিয়ার গ্রামের মানুষজনের অবাক দাবিটিকে সত্য প্রমাণিত করেছে।

Advertisements