‘মমতা সিঙ্গুরের মাটিতে কবে সর্ষের বীজ ছড়ান?’ পরীক্ষায় প্রশ্ন ঘিরে শুরু বিতর্ক

নিজস্ব প্রতিবেদন : অষ্টম শ্রেণীর পরীক্ষায় আসা একটি প্রশ্ন ঘিরে শুরু হয়েছে বিতর্ক। সিঙ্গুরের মহামায়া হাইস্কুলের পরীক্ষায় এমনই একটি প্রশ্ন রাখা হয়েছে, যে প্রশ্নটি হল “শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের মাটিতে সর্ষের বীজ ছড়ান ২০১৬ সালের (১৮/১৯/২০/২১) অক্টোবর।”

ওই স্কুলের সেই পরীক্ষার প্রশ্নপত্র সামনে আসতে বিজেপি নেতা অনুপম হাজরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেছেন। পাশাপাশি প্রশ্নও তুলেছেন রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়েও। অনুপম হাজরা লিখেছেন, “রাজ্যে শিক্ষা ব্যবস্থার কি হাল, তা পরীক্ষায় আসা প্রশ্ন থেকে মোটামুটি সহজেই অনুমেয় !!!
ভালো করে প্রশ্ন টা একটু লক্ষ্য করবেন pls…খুবই important প্রশ্ন…👇🏻…আপনার জীবনে চলার পথে যে কোনো সময় কাজে আসতে পারে…!!!”

যদিও এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, “স্কুলের পাঠ্য বইয়ে এমন বিষয়টির উল্লেখ রয়েছে এবং তা পড়ানোও হয়। তাই সেখান থেকেই এই প্রশ্ন পরীক্ষায় তুলে ধরা হয়েছিল। যারা এই বিষয়ে বিতর্ক শুরু করেছেন তাদের বলবো গাইডলাইন দেখার জন্য।”

প্রসঙ্গত, এই প্রশ্নপত্র নিয়ে কেবলমাত্র অনুপম হাজরা প্রশ্ন তুলেছেন এমনটা নয়, প্রশ্ন তুলেছেন বিজেপি আরও এক নেতা সায়ন্তন বসুও।