শেষ দশে পৌঁছেও হলো না! Global Teacher Prize হাতছাড়া করে ফেললেন আসানসোলের ‘রাস্তার মাস্টার’

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : শেষমেষ আর হলো না। গোটা বাংলাকে আসা জাগিয়ে আসানসোলের রাস্তার মাস্টার পৌঁছে গিয়েছিলেন স্বপ্নপূরণের শেষ গন্ডিতে। তবে সেখানেই তাকে হার স্বীকার করে নিতে হলো। শুধু একজন শিক্ষক নন, প্রকৃত একজন শিক্ষক হয়ে শেষ মুহূর্তে তার এইভাবে শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কার হাত ছাড়া হওয়া অনেকের কাছেই দুঃখের। তবে তিনি যে জায়গা পর্যন্ত পৌঁছে গিয়েছেন তা বাংলা তথা ভারতের গর্ব।

Advertisements

রাস্তার মাস্টার বলতে আমরা যাকে বুঝে থাকি তিনি হলেন আসানসোলের জামুড়িয়ার তিলকা মাঝি আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দীপ নারায়ন নায়ক (Deep Narayan Nayak)। যিনি একজন শিক্ষক হিসাবে কোভিড কালে সামাজিক দূরত্ব বজায় রেখেও পড়াশোনায় কোনরকম দূরত্ব তৈরি করতে দেননি। তিনি গ্রামে ঘুরে ঘুরে নিজের শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন। রাস্তায় চাটাই পেতে খোলা আকাশের নিচে পড়িয়েছেন। তার কাছে ব্ল্যাকবোর্ড হয়েছে বাড়ির দেওয়াল।

Advertisements

দীপ নারায়ন নায়ক Global Teacher Prize 2023 এর শেষ ল্যাপে পৌঁছেও শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কার না পেলেও তার অবদান কিন্তু ভোলার নয়। তিনি যেভাবে নিজে স্বপ্ন দেখেছিলেন সমাজের সেই সকল শিশুদের শিক্ষার জগতে আনার তা অনেকটাই পরিপূর্ণ। সুতরাং এইরকম একজন শিক্ষক Global Teacher Prize 2023 এ শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কার পেলেন বা না পেলেন তার থেকেও বড় তিনি একজন আসল শিক্ষক।

Advertisements

Global Teacher Prize 2023 এ এবার শ্রেষ্ঠ শিক্ষকতার পুরস্কার পেয়েছেন পাকিস্তানের একজন শিক্ষিকা তথা সমাজসেবী। তিনি হলেন সিস্টার জেফ। এই টিচার অ্যাওয়ার্ড প্রতিযোগিতা যৌথভাবে আয়োজন করেছিল ইউনেস্কো, ভারকি ফাউন্ডেশন এবং দুবাই কেয়ার। প্রতিবছরই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই বছর প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল ৮ নভেম্বর। এবার প্যারিসে বসে ছিল এই প্রতিযোগিতার আসর।

এই প্রতিযোগিতায় আসানসোলের শিক্ষক দীপ নারায়ন নায়ক প্রাথমিকভাবে প্রথম ৫০ জনের মধ্যে জায়গা করে নিয়েছিলেন। এরপর আবার এই ৫০ জনের মধ্য থেকে বেছে নেওয়া হয় ১০ জনকে। সেখানেও তিনি জায়গা করে নিতে সক্ষম হয়েছিলেন। প্রথম দশে জায়গা করে নেওয়ার পর অনেকের মধ্যেই আশা তৈরি হয়েছিল এবার সেরার সেরা পুরস্কার হয়তো পাবেন দীপ স্যারই। তবে এই প্রতিযোগিতায় পাকিস্তানের পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের শিক্ষার আলো দিয়ে প্রথম পুরস্কার জিতে নিয়েছেন সিস্টার জেফ।

Advertisements