নিজস্ব প্রতিবেদন : পথ চলতি মানুষ থেকে শুরু করে যানবাহন প্রত্যেককেই সুরক্ষিতভাবে যাতায়াত করার জন্য রয়েছে নির্দিষ্ট ট্রাফিক নিয়ম। তবে তাড়াহুড়ো অথবা অন্য কোন কারণে বহু ক্ষেত্রেই বুদ্ধিমান প্রাণী মানুষকে এই সকল নিয়ম মেনে চলতে দেখা যায় না। এই নিয়ে বিভিন্ন সময় তাদের জরিমানার সম্মুখীন হতে হয়।
মানুষদের মধ্যে বিভিন্ন সময় এই ট্রাফিক নিয়ম লঙ্ঘন করে আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলাচল করতে দেখা গেলেও এবার একটি হরিণ দেখিয়ে দিল কিভাবে ট্রাফিক নিয়ম মেনে চলতে হয়। সম্প্রতি ওই হরিণের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হলে মুহূর্তের মধ্যে তা দর্শকদের নজর কাডে এবং ভাইরাল হয়।
হরিণের ওই ভাইরাল ভিডিওটি আপলোড করা হয়েছে উত্তরপ্রদেশ পুলিশের তরফ থেকে। পাশাপাশি ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে ক্যাপশনে লেখা হয়েছে, ‘Deer Zindagi’। আসলে এই ভিডিওটি আপলোড করে উত্তরপ্রদেশ পুলিশ বিশেষ বার্তা দিতে চেয়েছে।
উত্তর প্রদেশে পুলিশের তরফ থেকে জনপ্রিয় এক হিন্দি সিনেমার নাম উল্লেখ করে ‘ডিয়ার জিনদেগি!’ লেখার পাশাপাশি লেখা হয়েছে, “জীবন মূ্ল্যবান, ট্রাফিন আইন ভাঙলে মারাত্মক পরিণতি হতে পারে। ট্রাফিক আইন মেনে চলুন।”
‘Deer Zindagi’
Life is precious, violation of traffic rules can prove to be dear!
Follow #RoadSafety norms!
जीवन अनमोल है। ट्रैफ़िक नियमों का उल्लंघन आपके लिए घातक हो सकता है।
सड़क सुरक्षा के नियमों का पालन करें। pic.twitter.com/7apVkae30y— UP POLICE (@Uppolice) May 18, 2022
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি হরিণ রাস্তা পারাপারের জন্য রাস্তার পাশে এসে দাঁড়ায়। তারপর সে রাস্তায় কোন যানবাহন পার হচ্ছে কিনা তা দাঁড়িয়ে দেখে। যতক্ষণ যানবাহন যাতায়াত করছিল ততক্ষণ ওই হরিণটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে এবং যখন যানবাহন থেমে যায় তখন জেব্রা ক্রসিং দিয়ে ট্রাফিক নিয়ম মেনে রাস্তা পারাপার করে। এই ভিডিওটি স্বাভাবিকভাবেই নজর কেটেছে সোশ্যাল মিডিয়ার দর্শকদের।