স্কুল খোলার আনন্দে স্কুলের গেটের বাইরে ব্যান্ড বাজিয়ে নাচ অভিভাবকদের

নিজস্ব প্রতিবেদন : দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর বন্ধ হয়ে যায় স্কুল-কলেজ সহ সমস্ত ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের দরজা। প্রথম ঢেউয়ের পর মাঝে বড়দের নিয়ে এই স্কুল কলেজ খোলার উদ্যোগ নেয় বিভিন্ন রাজ্যের রাজ্য সরকার। তবে ফের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার কারণে স্কুল-কলেজ পুনরায় বন্ধ হয়ে যায়।

সম্প্রতি এই সংক্রমণের ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে দেশ। বিভিন্ন রাজ্যে আক্রান্তের সংখ্যা কমে এসেছে। আক্রান্তের সংখ্যা কমতে থাকার সঙ্গে সঙ্গে পুনরায় স্কুল কলেজ খুলে দেওয়ার পথে হাঁটছে বিভিন্ন রাজ্যের রাজ্য সরকার। স্কুল কলেজ খোলার ইঙ্গিতে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মধ্যে আলাদা উৎসাহ উদ্দীপনা তৈরী হয়েছে। তবে এমত অবস্থায় এমন এক অভিভাবক যে ঘটনা ঘটালেন তা রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, স্কুল খোলার আনন্দে এক অভিভাবক স্কুলের গেটের সামনে ব্যান্ড বাজাচ্ছেন। সেই ব্যান্ডের তালে তারা যেমন নাচছেন ঠিক তেমনই অন্যান্য অভিভাবকরাও সঙ্গ দিতে ছাড়েন নি। ভিডিওটি দেখেই স্পষ্ট ওই অভিভাবক তাদের সন্তানকে স্কুলে দিতে এসেছেন।

জানা যাচ্ছে, ভাইরাল হওয়া এই ভিডিওটি দিল্লির ধৌলা কুয়ান এলাকায় অবস্থিত স্প্রিংডেলস স্কুলের বাইরের। দিল্লিতে গত ১ নভেম্বর থেকে সমস্ত ক্লাসের পড়ুয়াদের জন্য স্কুল খুলে দেওয়া হয়েছে। ৫০% পড়ুয়াদের নিয়ে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। এর পরেই এই বিচিত্র মুহূর্ত লক্ষ্য করা যায়। যা ক্যামেরাবন্দী হয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল হয়ে পড়ে।

যদিও সম্প্রতি ১৫ নভেম্বর থেকে সাত দিনের জন্য দিল্লিতে বন্ধ রয়েছে অফলাইন ক্লাস। তবে এই সাত দিনের জন্য অফলাইন ক্লাস বন্ধ হওয়ার কারণে করোনা সংক্রমণ নয়, দিল্লির বায়ু দূষণ। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, ‘সোমবার থেকে এক সপ্তাহের জন্য স্কুলগুলি ফিজিকালি বন্ধ থাকবে। যাতে শিশুদের দূষিত বাতাসে শ্বাস নিতে না হয়।’