Post Office Schemes: মাসে মাসে মিলবে ২০ হাজার টাকা! পোস্ট অফিসের এই স্কিম টাকা রাখলেই নো চিন্তা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Deposit money in these Schemes of Post Office and get 20 thousand rupees per month in retirement: ভবিষ্যৎ সঞ্চয়ের পরিমাণ বাড়ানোর উদ্দেশ্যে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করার ঝোঁক রয়েছে সাধারণ মানুষের মধ্যে। তবে শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডের ঝুঁকিপূর্ণ স্কিমগুলির তুলনায় ব্যাংক বা পোস্ট অফিসের নিশ্চিত রিটার্ন যোগ্য স্কিম গুলি বেশি ভরসাযোগ্য সকলের কাছে। বিশেষ করে অবসরপ্রাপ্ত বা বয়স্ক ব্যক্তিদের কাছে এই স্কিম গুলি অনেক বেশি আকর্ষণীয় ও ভরসাযুক্ত। অবসর জীবনে যাতে আর্থিক সমস্যায় পড়তে না হয় সেজন্য ব্যাংক ও পোস্ট অফিসের তরফ থেকে একাধিক স্কিম চালু করা রয়েছে। এর মধ্যে অন্যতম হল পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিং স্কিম (Post Office Schemes)।

Advertisements

পোস্ট অফিসের সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিমে (Post Office Schemes) ব্যাংকের থেকেও বেশি লাভ হয়। এই স্কিমের জন্য ধার্য করা সুদের পরিমাণ ৮ শতাংশের বেশি। অর্থাৎ ব্যাংকের ফিক্স ডিপোজিটের জন্য যে সুদ ধার্য করা হয়, তার চেয়ে বেশি সুদ দিচ্ছে পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস প্রকল্প। অবসরপ্রাপ্ত বৃদ্ধ ব্যক্তিদের কথা চিন্তা করেই এই নতুন প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পে বিনিয়োগ করলে বৃদ্ধ বয়সে আর্থিক সমস্যায় পড়তে হবে না কাউকে।

Advertisements

২০২৪ সালের ১ লা জানুয়ারি থেকে পোস্ট অফিসে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে (Post Office Schemes) সুদের হার বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে এই প্রকল্পের জন্য ধার্য করা সুদের হার ৮.২%। এই প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে মাসে ২০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন বিনিয়োগকারী। এই প্রকল্পে বিনিয়োগ করা একেবারেই নিরাপদ। কর ছাড়, নিশ্চিত রিটার্ন ও নিয়মিত আয়ের সুবিধা থাকার জন্য প্রবীণ নাগরিকদের কাছে এই স্কিমটি অত্যন্ত জনপ্রিয়। ন্যূনতম ১০০০ টাকা থেকে সর্বোচ্চ ৩০ লাখ টাকা অবধি বিনিয়োগ করা যাবে এই স্কিমে। কোন ষাটোর্দ্ধ ব্যক্তি তার স্ত্রীর সাথে যৌথভাবে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন।

Advertisements

আরও পড়ুন ? Post Office Schemes: ৫ বছরে মিলবে মোট ৫ লক্ষ টাকা! পোস্ট অফিসের এই স্কিমে বুঝে ওঠার আগেই বাড়বে টাকা

সাধারণত ষাটোর্দ্ধ ব্যক্তিরাই পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে (Post Office Schemes) বিনিয়োগ করতে পারবেন। কিন্তু অবসরপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে, বয়সের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। প্রতিরক্ষা দপ্তর থেকে অবসরপ্রাপ্ত হলে বিনিয়োগকারির ন্যূনতম বয়স হতে হবে ৫০ বছর ভিআরএস এর মাধ্যমে অবসরপ্রাপ্ত হলে বিনিয়োগকারীর বয়স হতে হবে নূন্যতম ৫৫ বছর। এই স্কিমে বিনিয়োগের মেয়াদ ৫ বছর ধার্য করা রয়েছে। তার আগে প্রকল্পটি প্রত্যাহার করা সম্ভব, তবে তার জন্য জরিমানা দিতে হবে বিনিয়োগকারীকে।

এই প্রকল্পে বিনিয়োগ করলে কর ছাড়ের সুযোগ রয়েছে। পোস্ট অফিসে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের (Post Office Schemes) অ্যাকাউন্ট হোল্ডাররা বার্ষিক ২ লক্ষ টাকা অব্দি কর ছাড় পেতে পারেন। আয়কর আইনের ৮০ সি ধারা অনুযায়ী, এই ছাড় পেয়ে থাকেন বিনিয়োগকারীরা। মেয়াদ শেষ হবার আগে যদি বিনিয়োগকারীর মৃত্যু হয়, তাহলে তার নমিনির হাতে সম্পূর্ণ টাকা তুলে দেওয়া হবে পোস্ট অফিসের তরফ থেকে।

Advertisements