Post Office Schemes: ৫ বছরে মিলবে মোট ৫ লক্ষ টাকা! পোস্ট অফিসের এই স্কিমে বুঝে ওঠার আগেই বাড়বে টাকা

Money will increase if you invest money in these Schemes of Post Office: সঞ্চিত অর্থ বাড়ানোর চেষ্টা সবাই করে। কিন্তু স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা কিছুটা ঝুঁকিপূর্ণ। তাই ব্যাংক বা পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির উপরই ভরসা করেন সাধারণ মানুষ। পোস্ট অফিসের তরফ থেকে একটি আকর্ষণীয় প্রকল্প (Post Office Schemes) চালু করা রয়েছে। এই প্রকল্পে বিনিয়োগ করলে বিনিয়োগকারী ৮০০০০ টাকা অব্দি ফেরত পেতে পারেন। কিভাবে? প্রকল্প সম্পর্কিত বিস্তারিত খবর রইলো আজকের প্রতিবেদনে।

পোস্ট অফিসের একটি দুর্দান্ত আকর্ষণীয় প্রকল্প রেকারিং ডিপোজিট (Post Office Schemes)। এই প্রকল্পে ব্যাপক পরিমাণ টাকা রিটার্ন হিসেবে পেতে পারেন গ্রাহক। রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে প্রতিমাসে অল্প অল্প করে টাকা জমানো যায়। তাই জন্য চাকুরীরজীবীরা এই প্রকল্পের প্রতি বিশেষ ভাবে আকৃষ্ট। বর্তমানে এই প্রকল্পে ৬.৭% সুদ ধার্য করা হয়েছে পোস্ট অফিসের তরফ থেকে।

এই প্রকল্পটি (Post Office Schemes) একেবারেই ঝুঁকিপূর্ণ নয়। এই প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে নিশ্চিত রুপে রিটার্ন পাওয়া সম্ভব। মাত্র ১০০ টাকা থেকে শুরু করে যত খুশি টাকা বিনিয়োগ করতে পারেন গ্রাহকরা। বিনিয়োগের ক্ষেত্রে কোনো ঊর্ধ্বসীমা ধার্য করা হয়নি প্রকল্পটির জন্য। কিন্তু কোন গ্রাহক প্রথম মাসে যে টাকা বিনিয়োগ করবেন প্রতি মাসে তাকে সমপরিমাণ টাকাই জমা করতে হবে। প্রকল্পটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই প্রকল্পটিতে নাবালক শিশুদের নামেও অ্যাকাউন্ট খোলা সম্ভব।

আরও পড়ুন 👉 Post Office Recruitment: অষ্টম শ্রেণী পাশেই চাকরির সুযোগ! বিপুলসংখ্যক নিয়োগ করতে চলেছে পোস্ট অফিস

এই প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে ৮০০০০ টাকা অব্দি রিটার্ন পেতে পারেন কোন গ্রাহক। ধরুন, কোন গ্রাহক যদি প্রতিমাসে ৭০০০ টাকা হিসাবে রেকারিং ডিপোজিটে (Post Office Schemes) বিনিয়োগ করা শুরু করেন, তবে ৫ বছর বিনিয়োগ করা অর্থের পরিমাণ হবে ৪ লক্ষ ২০ হাজার টাকা। ৫ বছরের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর সুদের পরিমাণ দাঁড়াবে মোট ৭৯ হাজার ৫৬৪ টাকা। অর্থাৎ সুদ আসল মিলিয়ে মোট টাকার পরিমান হবে ৪ লক্ষ ৯৯ হাজার ৫৬৪ টাকা। যদি কেউ ৫০০০ টাকা প্রতি মাসে বিনিয়োগ করেন তাহলে ৫ বছর পর সুদ আসল মিলিয়ে মোট টাকার পরিমান হবে ৩ লক্ষ ৫৬ হাজার ৮৩০ টাকা।

সল্প সঞ্চয় প্রকল্পগুলিতে ধার্য করা সুদের হার প্রতি ৩ মাস অন্তর যাচাই করে কেন্দ্রীয় সরকার। অতএব এই ধরনের প্রকল্পগুলিতে ৩ মাস অন্তর অন্তর সুদের হার বাড়তে বা কমতে পারে। পোস্ট অফিসে করা রেকারিং ডিপোজিটর (Post Office Schemes) প্রাপ্ত টাকার উপর কর কাটার নিয়ম প্রচলিত রয়েছে। যদি কোন গ্রাহক রেকারিং ডিপোজিট থেকে ১০০০০ টাকার বেশি সুদ পান, তবে তার প্রাপ্ত টাকা থেকে টিডিএস কাটা হবে। বছর শেষে ইনকাম ট্যাক্স রিটার্নস ফাইলের মাধ্যমে সেই টাকা ফেরত চাওয়ার সুযোগও পাবেন তিনি।