Post Office Recurring Deposits: দিনে জমান মাত্র ৩৩৩ টাকা, পোস্ট অফিসের এই স্কিমে মিলবে ১৭ লাখ রিটার্ন

Antara Nag

Published on:

Advertisements

Deposited money in Recurring Deposits of Post Office and got return of 17 lakhs: ভবিষ্যৎ সঞ্চায়ের পরিমাণ কমছে সাধারণ মানুষের কাছে। লোকসভা ভোটের মাঝে কেন্দ্রীয় পরিষদের পেশ করা রিপোর্টে, এমনই তথ্য উঠে এসেছে। এই তথ্য সামনে আসার পর সাধারণ মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। নতুন করে টাকা জমানোর দিকে ঝুঁকছেন সাধারণ মানুষ। তবে শেয়ার মার্কেট বা কোন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যথেষ্ট ঝুঁকিপূর্ণ। তাই ব্যাংক বা পোস্ট অফিসের স্কিম (Post Office Recurring Deposits) গুলির প্রতি বেশি আগ্রহ গ্রাহকদের। এই স্কিম গুলি থেকে নিশ্চিত রিটার্ন পাবার সম্ভাবনা থাকে।

Advertisements

পোস্ট অফিসে একাধিক লোভনীয় স্কিমের প্রচলন আছে। এই স্কিম গুলিতে কম টাকা সঞ্চয় করে বেশি টাকা রিটার্ন পাওয়া সম্ভব। এবং টাকা রিটার্ন পাওয়ার ক্ষেত্রে কোন রকম ঝুঁকি নেই। স্কিম গুলির মধ্যে অন্যতম হলো রেকারিং ডিপোজিট (Post Office Recurring Deposits)। স্কিমে বিনিয়োগ করে মেয়াদ শেষে পেতে পারেন, ১৭ লাখ টাকা। বিনিয়োগ করতে হবে মাত্র ৩৩৩ টাকা। পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমটি সম্পর্কে বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়তে হবে।

Advertisements

স্বল্প সঞ্চয় প্রকল্পের ক্ষেত্রে সুদের হার মাঝেমাঝে পরিবর্তন করা হয় সরকারের পক্ষ থেকে। সেটা ব্যাংক হোক বা পোস্ট অফিসের কোন প্রকল্প। নির্দিষ্ট একটি প্রকল্পের জন্য কখনো নির্দিষ্ট পরিমাণের চেয়ে কম বা কখনো নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি টাকা আসতে পারে। তবে এই ক্ষেত্রে আপনার বিনিয়োগ করার সময়কার শর্ত অবশ্যই মানা হবে। ২০২৪ জানুয়ারি থেকে রেকারিং ডিপোজিটের (Post Office Recurring Deposits) সুদের হারে কোনরকম পরিবর্তন করা হয়নি। রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে বর্তমান সুদের হার ধার্য করা হয়েছে ৬.৭ শতাংশ। চক্রবৃদ্ধি হারে এই সুদ প্রদান করা হবে গ্রাহকদের।

Advertisements

আরও পড়ুন ? Sujan Chakraborty Assets: স্ত্রীর সামনে নেহাৎ বাচ্চা! সম্পত্তিতে ‘গরিব’ সুজন, বড়লোক মিলি, দেখে নিন হিসেব-নিকেশ

পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট (Post Office Recurring Deposits) স্কিমটিতে মাসিক কিস্তিতে বিনিয়োগ করতে হয়। কোন মাসের কিস্তি জমা দিতে না পারলে এক শতাংশ জরিমানা ধার্য করা হয় নির্দিষ্ট অর্থের উপর। পরপর ৪ টি কিস্তির টাকা বাদ পড়লে, এই স্কিমটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে। গ্রাহক একক বা যৌথভাবে এই স্কিমটিতে বিনিয়োগ করতে পারবেন। বিনিয়োগ করতে হবে ৫ বছরের জন্য। কোন ব্যক্তি যদি দৈনিক 333 টাকা হারে বিনিয়োগ করেন, তাহলে তার মাসিক বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ১০০০০ টাকা। অর্থাৎ বছরে ১ লাখ ২০ হাজার টাকা। ৫ বছর পর তার মোট বিনিয়োগের পরিমাণ হবে ৬ লাখ টাকা।

বিনিয়োগের মেয়াদ সম্পূর্ণ হবার পর, সুদ আসল মিলে সম্পূর্ণ টাকা ফেরত পাবেন গ্রাহকরা। কোন ব্যক্তি ৬ লাখ টাকা বিনিয়োগ করলে ৫ বছর পর ৬.৭% সুদের হারে চক্রবৃদ্ধি হারে সুদ পাবেন ১ লাখ ১৩ হাজার ৬৫৯ টাকা। অর্থাৎ সুদ আসল মিলিয়ে তিনি হাতে পাবেন ৭ লাখ ১৩ হাজার ৬৫৯ টাকা। গ্রাহক চাইলে বিনিয়োগের মেয়াদ বাড়িয়ে ১০ বছরও করতে পারেন। ১০ বছরের জন্য বিনিয়োগ করলে মোট সঞ্চিত অর্থের পরিমাণ হবে ১২ লাখ টাকা। ১০ বছর পর ৬.৭% চক্রবৃদ্ধি হারে সুদ পাবেন ৫ লাখ ৮ হাজার ৫৪৬ টাকা। অর্থাৎ সুদ আসল মিলিয়ে ১০ বছর পর গ্রাহক হাতে পাবেন ১৭ লাখ ৮ হাজার ৫৪৬ টাকা।

Advertisements