পর্যটকদের সুবিধার্থে দার্জিলিং ম্যালে নয়া ব্যবস্থা, কড়া পদক্ষেপ প্রশাসনের

Antara Nag

Published on:

Advertisements

বাঙালির পাহাড় ভ্রমণ মানেই দার্জিলিং (Darjiling)। আর দার্জিলিং যাবে আর ম্যাল যাবে না তো হয় না। তবে এবার দার্জিলিঙের চৌরাস্তা নিয়ে বড় সিদ্ধান্ত নিল দার্জিলিং পুরসভা। জানা গিয়েছে চৌরাস্তাকে স্থায়ীভাবে হকারমুক্ত (No Vendor Zone) এলাকা করার সিদ্ধান্ত নিল পুরসভা।

Advertisements

এলাকার সাধারণ মানুষের দাবি মেনে নিয়ে হকারদের পুনর্বাসন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। হকারদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা রেখেই চৌরাস্তার সব হকারদের পুনর্বাসিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জিটিএ (GTA) কর্তৃপক্ষও এই বিষয়ে পুরসভার সঙ্গে একমত হয়েছে। আর এবার হকারদের স্থায়ীভাবে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং পরবর্তীকালে এই মার্কেটের নাম মহাকাল মার্কেট হবে বলেও জানা যায়।

Advertisements

জিটিএ-র চিফ এক্সিকিউটিভ অনীত থাপা (Aneet Thapa) জানান, জনসাধারণের দাবি মেনে নিয়ে আমাদের দার্জিলিং চৌরাস্তাকে হকারমুক্ত জোনে পরিণত করা উচিত। নব্বইয়ের দশকে দার্জিলিং যেমন ছিল আবারও দার্জিলিং কে ঠিক তেমন করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি তিনি হকারদের সহযোগিতাও প্রার্থনা করেছেন এই ব্যাপারে।

Advertisements

২০১২ সালে নেহেরু রোড থেকে হকার উচ্ছেদের পর অস্থায়ীভাবে তাঁদের চৌরাস্তাতে বসানোর সিদ্ধান্ত হয়েছিল। খুব কমদিনের মধ্যেই হকার সংখ্যা ১২ থেকে বেড়ে ১০৭ হয়। ২০১৪ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দ্বিতল ভবনের শিলান্যাস করেন। সেই সময় হকারদের সেখানে স্থানান্তরিত করার জন্য জিটিএ প্রধান ও দার্জিলিঙের পুরপ্রধানকে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জি২০ সম্মেলনের জন্য সাময়িকভাবে হকারদের সরানো হলেও সেই সিদ্ধান্ত পাকা করার পথে হাঁটছে প্রশাসন। দার্জিলিং পুরসভার (Derjeeling Municipality) চেয়ারম্যান দীপেন ঠাকুর এই প্রসঙ্গে বলেন, জি২০ সম্মেলন অত্যন্ত সফল হয়েছে। আমরা দার্জিলিংবাসীরা অতিথিদের স্বাগত জানাতে পেরে খুব খুশি। দার্জিলিংকে অতীতের রূপে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা চৌরাস্তাকে স্থায়ীভাবে হকারমুক্ত এলাকা করার সিদ্ধান্ত নিয়েছি।

Advertisements