Bank Closed on Dolyatra: দোলযাত্রা বা হোলির দিন কোথায় কোথায় খোলা থাকবে ব্যাঙ্ক, কোথায় কোথায় বন্ধ

নিজস্ব প্রতিবেদন : বর্তমান সময়ের দিন দিন নগদে লেনদেনের পরিবর্তে ডিজিটাল লেনদেন বৃদ্ধি পেলেও ব্যাঙ্কের (Bank) গুরুত্বপূর্ণ জায়গাতেই কমেনি। টাকা জমা করা অথবা তোলা থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন কাজের জন্য প্রতিদিনই কোটি কোটি গ্রাহকদের ব্যাঙ্কের শাখায় যেতে হয়। এই সকল কোটি কোটি গ্রাহকদের যাতে কোন অসুবিধা না হয় তার খেয়াল রাখে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।

গ্রাহকদের যাতে কোথাও কোনো রকম অসুবিধা না হয় তার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে আগাম কোন কোন দিন ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে সেই তালিকা প্রকাশ করে দেওয়া হয়। সেই তালিকা থেকেই এবার জানা যাচ্ছে, সামনেই টানা বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখা। তবে টানা তিন দিন ছুটি থাকবে কোনো কোনো জায়গায়।

টানা ব্যাঙ্ক বন্ধ থাকার মূল কারণ হলো দোলযাত্রা বা হোলি (Bank Closed on Dolyatra)। চলতি বছর দোলযাত্রা বা হোলি পড়েছে ২৫ মার্চ। ঐদিন দেশের অধিকাংশ জায়গাতেই বন্ধ থাকবে প্রতিটি সরকারি ও বেসরকারি ব্যাংকের শাখা। কিন্তু তার আগে আবার ২৪ মার্চ পড়েছে রবিবার। সেই দিনটিতেও সাধারণ ছুটি হিসেবে ব্যাংক কর্মীরা ছুটি পাবেন। যে কারণে রবিবার ও সোমবার পর পর দুদিন পশ্চিমবঙ্গ সহ দেশের অধিকাংশ জায়গাতেই ব্যাঙ্ক বন্ধ থাকবে।

আরও পড়ুন 👉 Basanta Utsav Santiniketan: এবার কী শান্তিনিকেতনে হবে বসন্তোৎসব! কি মিলল উত্তর

তবে ২৫ মার্চ অর্থাৎ দোলযাত্রা বা হোলির দিন সোমবার ব্যাঙ্ক খোলা থাকবে বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই, ইম্ফল, কোচি, কোহিমা, পাটনা, শ্রীনগর এবং তিরুবনন্তপুরমে। অন্যদিকে ২৬ মার্চ ব্যাংক বন্ধ থাকবে কেবলমাত্র ভুবনেশ্বর, ইম্ফল ও পাটনায়। পাটনায় হোলি উপলক্ষে ২৬ মার্চের পাশাপাশি ২৭ মার্চও ব্যাংক বন্ধ থাকবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তালিকা থেকে স্পষ্ট, হোলি বা দোলযাত্রা উপলক্ষে পশ্চিমবঙ্গে সোমবার ছুটি থাকছে, তার আগে রবিবার মিলিয়ে মোট দুদিন ছুটি পাবেন ব্যাংক কর্মীরা। বিহারের ব্যাংক কর্মীরা ২৬ এবং ২৭ মার্চ হোলি উপলক্ষে ছুটি পাচ্ছেন।

তবে মার্চ মাসের শেষ সপ্তাহেই আবার পশ্চিমবঙ্গের ব্যাংক কর্মীরা টানা তিন দিন ছুটি পাবেন অর্থাৎ ওই তিন দিন বন্ধ থাকবে ব্যাংকের শাখা। যে তিন দিনের কথা বলা হচ্ছে সেই তিন দিন হল ২৯, ৩০ এবং ৩১ মার্চ। কেননা ২৯ মার্চ পড়েছে গুড ফ্রাইডে আর তার পরের দিন অর্থাৎ শনিবার ৩০ মার্চ মাসের চতুর্থ শনিবার। এরপর দিন ৩১ মার্চ রবিবার আবার সাধারণ ছুটি।