উড়তে পারে এই গাড়ি, চালাতে লাগে না ড্রাইভিং লাইসেন্স

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমান অত্যাধুনিক যুগে প্রতি ক্ষেত্রেই আসছে বৈপ্লবিক পরিবর্তন। অন্যান্য ক্ষেত্রের পাশাপাশি এই বৈপ্লবিক পরিবর্তন আসছে যানবাহনের ক্ষেত্রে। দিন দিন নতুন নতুন যানবাহন আবিষ্কার হওয়ার পাশাপাশি এবার এমন সব গাড়ি আছে যেগুলি উড়তেও পারে।

Advertisements

সুইডেনের জেটসন অ্যারো ২০২১ সালের অক্টোবর মাসে এইরকমই একটি ফ্লাইং কার লঞ্চ করেছে। যে গাড়িটির নাম দেওয়া হয়েছে জেটসন ওয়ান। এই গাড়িটি উড়তে পারে এবং এই সংস্থা এখনো পর্যন্ত এই ধরনের ১২টি উড়ন্ত গাড়ি বিক্রি করেছে। এই সকল উড়ন্ত গাড়িগুলি এই বছর ডেলিভারি দেওয়া হবে। এর পাশাপাশি আগামী বছর এই ধরনের গাড়ি ডেলিভারি দেওয়ার জন্য অর্ডার ইতিমধ্যেই নেওয়া শুরু হয়ে গিয়েছে।

Advertisements

উড়ন্ত এই গাড়িটিতে রয়েছে একটিমাত্র আসন। এই গাড়িটি টানা ২০ মিনিট উড়তে সক্ষম। গাড়িটি প্রতি ঘন্টায় ৬৩ মাইল পথ অতিক্রম করতে পারে। যদিও জানা যাচ্ছে এই গাড়িটি পুরোপুরি তৈরি করে দেয় না এই সংস্থা। অর্ধেক সংস্থার তরফ থেকে এবং অর্ধেক ক্রেতাদের করে নিতে হয়। সাধারণত বিমান অথবা হেলিকপ্টার ওড়ানোর জন্য পাইলট লাইসেন্স লাগে। কিন্তু এই গাড়িটির জন্য কোন লাইসেন্স লাগে না।

Advertisements

এই নতুন ধরনের গাড়ি আবিষ্কারের ফলে শহরের ব্যস্ত রাস্তায় জ্যাম থাকলেও চালক গাড়িটিকে আকাশে উড়িয়ে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যেতে পারবেন ঝঞ্ঝাট ছাড়াই। তবে এই গাড়িটির রাতে চালানো যাবে না বলেই জানা যাচ্ছে। পাশাপাশি এই গাড়ি ওড়ানোর জন্য ফাঁকা জায়গার প্রয়োজন হবে। কারণ উড়তে রানওয়ের মতো জায়গার প্রয়োজন হয়। ব্যস্ত রাস্তায় হঠাৎ করে গাড়িটি উড়ে যেতে সক্ষম নয়।

যদিও বিশ্বের বহু গাড়ি প্রস্তুতকারী সংস্থা এই ধরনের গাড়ি তৈরি করেছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে সুইডিশ এই সংস্থার তৈরি এই গাড়িটির মূল্য ৯২ হাজার ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৭৩ লক্ষ টাকা।

Advertisements