Dhaka Kolkata Train Fare: একলাফে বেড়ে গেল ট্রেনের ভাড়া, অনেকটাই খরচ বাড়ল বাংলা-বাংলাদেশ ভ্রমণের

Prosun Kanti Das

Published on:

Advertisements

Dhaka to Kolkata Train Fare increased in one blow: সম্প্রতি বাংলাদেশের তরফ থেকে ভারত বয়কটের ডাক দেওয়া হয়। কিন্তু তাতে কিচ্ছু যায় আসেনা ২ দেশের বাসিন্দাদের। বাংলাদেশ থেকে ভারতে (Dhaka Kolkata Train Fare) আসা মানুষের সংখ্যা একটুও কমেনি, বরঞ্চ দিন দিন বেড়েই চলেছে। চলতি বছরে ঈদের সময় রেকর্ড সংখ্যক মানুষ বাংলাদেশ থেকে ভারতে এসেছেন শুধুমাত্র ছুটি কাটাতে। তবে শুধু বেড়ানো নয় বহু বাংলাদেশী ভারতে আসেন উন্নত চিকিৎসা ব্যবস্থার ও শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা গ্রহণের জন্য।

Advertisements

এর কারণ হিসেবে বাংলাদেশিরা বলেন অন্যান্য দেশে গেলে যাতায়াতের যা খরচা পড়বে তার অর্ধেকেরও কম খরচায় ভারত থেকে ঘুরে আসা যায়। আর শিক্ষা বা চিকিৎসা ব্যবস্থা উভয় ক্ষেত্রে বাংলাদেশের তুলনায় ভারত কিছুটা এগিয়ে রয়েছে। তাই বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণের জন্য বাংলাদেশীরা প্রায়ই ভারতে চলে আসেন। কিন্তু সম্প্রতি বাংলাদেশিদের চোখে মুখে পড়েছে দুশ্চিন্তার ছাপ। সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে আসার যাতায়াত ভাড়া (Dhaka Kolkata Train Fare) বাড়ানো হয়েছে সরকারের পক্ষ থেকে। আর এতেই কপালে হাত পড়ে গেছে বহু বাংলাদেশীর।

Advertisements

তবে শুধু যে ভাড়া (Dhaka Kolkata Train Fare) বেড়েছে তা কিন্তু নয়, বেড়েছে বাস ও ট্রেন পরিষেবাও। পরিবহন ব্যবস্থার বেশ উন্নতি হয়েছে। ভারত বাংলাদেশ যাতায়াত করার জন্য নতুন ৩ টি রুটে রেল পথ চালু করা হয়েছে। ঢাকা থেকে কলকাতা আসার একাধিক বাস রয়েছে কিন্তু সেখানে যাত্রীর চাপ খুব বেশি। চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে কলকাতা আসার বাস চালু করতে চলেছে সরকার।

Advertisements

আরও পড়ুন ? Helicopter Crashed: সড়কপথের মত সুইমিংপুলের উপর আকাশে সংঘর্ষে জড়ালো দুই হেলিকপ্টার! মুহূর্তে ভাইরাল হল ভিডিও

এপার বাংলা ওপার বাংলার মেলবন্ধনকারী ৩ টি ট্রেন চলাচল করছে। কলকাতা টু ঢাকা রুটে মৈত্রী এক্সপ্রেস এবং জলপাইগুড়ি টু ঢাকা রুটে মিতালী এক্সপ্রেস। এটি সপ্তাহে ৩ দিন চলে। এছাড়া খুলনা থেকে কলকাতা রুটে চলছে বন্ধন এক্সপ্রেস। একাধিক বাস ও বিমান পরিষেবা চালু থাকা সত্ত্বেও সাধারণ মানুষের প্রথম পছন্দ ট্রেন পরিষেবা। তাই ঢাকা থেকে আখাউড়া হয়ে আগরতলা অব্দি যাবার জন্য নতুন একটি রেল পথ চালু করার পরিকল্পনা করেছে রেল কর্তৃপক্ষ।

সম্প্রতি বাংলাদেশ থেকে ভারত যাতায়াতকারী ট্রেনের ভাড়া (Dhaka Kolkata Train Fare) বাড়ানো হয়েছে। বাংলাদেশ রেল কর্তৃপক্ষের তরফ থেকে মৈত্রী এক্সপ্রেস স্লিপারের ভাড়া হয়েছে ৪৯০০ টাকা এবং এসি চেয়ারের ভাড়া ৩৬০০ টাকা। মিতালী এক্সপ্রেসের ভাড়া বেড়ে হয়েছে স্লিপারের ক্ষেত্রে ৬৭০০ টাকা এবং এসি চেয়ারের ভাড়া হয়েছে ৪২৯০ টাকা। এসি স্লিপার ক্লাসের ভাড়া ২৯৫০ টাকা এবং এসির চেয়ার কারের ভাড়া ২৩০০ টাকা ধার্য করা হয়েছে বন্ধন এক্সপ্রেসের জন্য। এতে রীতিমত চিন্তায় রয়েছেন বাংলাদেশিরা। তাদের দাবি এক্সপ্রেসগুলিতে সাধারণ স্লিপার বা সাধারণ চেয়ার কারের ব্যবস্থা করলে হয়তো কিছুটা কম খরচে তারা যাতায়াত করতে পারতেন।

Advertisements