বুড়ো হাড়ে ভেলকি, ছক্কা হাঁকিয়ে ঝোঁপে বল পাঠালেন ধোনি

নিজস্ব প্রতিবেদন : মহেন্দ্র সিং ধোনির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেই সেই ভাবে তাকে আর মাঠে দেখার সুযোগ হচ্ছে না। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর তাকে যেখানে সব থেকে বেশি লক্ষ্য করা যাবে অর্থাৎ আইপিএল, তাও বাধা বিঘ্নিত অবস্থায় চলছে। চলতি বছর আইপিএল শুরু হওয়ার পরও করোনার কারণে তা মাঝপথে থেমে যায়। আর সেই মাঝপথে থেমে যাওয়া টুর্নামেন্ট আবার শুরু হতে চলেছে আমিরশাহীতে। আর সেখানেই নেট প্র্যাকটিসে ফের একবার মহেন্দ্র সিং ধোনিকে বুড়ো হাড়ে ভেলকি দেখাতে দেখা গেল।

১৯ সেপ্টেম্বর থেকে পুনরায় শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য ইতিমধ্যেই চেন্নাই সুপার কিংস পৌঁছে গিয়েছে নির্দিষ্ট মাঠে। সেখানে চলছে তাদের নেট প্র্যাকটিস। হলুদ জার্সিতে অন্যান্য খেলোয়ারদের পাশাপাশি ক্যাপ্টেন কুলকেও দেখা গেল সেই পুরাতন ছন্দে। আর এই পুরাতন ছন্দে দেখে স্বভাবতই খুশি ধোনিপ্রেমীরা।

আমিরশাহীতে নিজেদের অনুশীলনের সময় মহেন্দ্র সিং ধোনির একের পর এক ছক্কা হাঁকানোর একটি ভিডিও তার দল চেন্নাই সুপার কিংস সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। যেখানে দেখা যাচ্ছে, একের পর এক ছক্কা হাঁকানোর পাশাপাশি বল যাচ্ছে মাঠের বাইরে। কখনো আবার সেই বল চলে যাচ্ছে ঝোঁপের মধ্যে। এমনই একটি বলে ছক্কা হাঁকানোর পর সেই বল ঝোঁপের মধ্যে চলে যাওয়ার পর গলি ক্রিকেটের মতো অগত্যা ধোনি নিজেই সেই বল খুঁজতে যান।

রাতের অন্ধকারে ঝোঁপের মধ্যে ব্যাট দিয়ে এদিক ওদিক খোঁজাখুঁজি চলতে থাকে বলের। তবে সেই বল শেষ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। অন্ততপক্ষে শেয়ার করা ভিডিও থেকে এটুকু অনুমান করা যায়। কারণ সেই ভিডিওতে খালি হাতেই ফিরতে দেখা যাচ্ছে ধোনিকে।