বুঝতে পারছেন না হোয়াটসঅ্যাপ কমিউনিটি কী! গ্রুপের থেকে তফাৎ কোথায়! সহজে বুঝে নিন

নিজস্ব প্রতিবেদন : মার্ক জুকারবার্গের মেসেজিং অ্যাপ whatsapp বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ তা নিয়ে কোন সন্দেহ নেই। ভারতের দিকে নজর রাখলেই এই অ্যাপের ব্যবহারকারীর সংখ্যা কয়েক কোটি। বিপুলসংখ্যক এই ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নানান পরিবর্তন আনা হয় সংস্থার তরফ থেকে। এবার এই সংস্থার তরফ থেকে নতুন ফিচার হিসাবে আনা হলো whatsapp কমিউনিটি।

Whatsapp কমিউনিটি নামে নতুন যে ফিচারটি ইতিমধ্যেই ব্যবহারকারীদের অ্যাপে দিতে শুরু করেছে সংস্থা, সেই নতুন ফিচার সম্পর্কে ব্যবহারকারীদের মধ্যে ধোঁয়াশার শেষ নেই। পাশাপাশি অনেকেই বুঝতে পারছেন না গ্রুপের থেকে এর পার্থক্য কোথায়? সহজেই তা বোঝানোর জন্যই এই প্রতিবেদন।

সহজ ভাষায় বোঝাতে গেলে বলা যায়, একটি whatsapp গ্রুপে একাধিক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে যেমন সংযুক্ত করা যায়, ঠিক সেই রকমই একটি whatsapp কমিউনিটিতে একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপকে যুক্ত করা যায়। whatsapp কমিউনিটি ফিচারে এখনও পর্যন্ত যে সুবিধা রয়েছে তাতে একসঙ্গে একটি কমিউনিটিতে ২০টি গ্রুপ যুক্ত করা যেতে পারে।

এই whatsapp কমিউনিটি ফিচার আনা হয়েছে মূলত একই কাজে ব্যবহৃত বিভিন্ন গ্রুপকে এক ছাতার তলায় আনার জন্য। এছাড়াও রয়েছে বিশেষ অ্যানাউন্সমেন্ট সুবিধা। যে সুবিধার মাধ্যমে একজন অ্যাডমিন সব গুরুত্বপূর্ণ ঘোষণা পোস্ট করতে পারবেন। গত এপ্রিল মাস থেকে এই ফিচার নিয়ে সংস্থার তরফ থেকে পরীক্ষা নিরীক্ষা চালানোর পর অবশেষে এখন তা গ্রাহকদের অ্যাপে পৌঁছে দেওয়া হয়েছে।

সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, তাদের এই কমিউনিটি ব্যবহার করে সহজেই প্রতিদিনের যোগাযোগ সেড়ে ফেলা সম্ভব। গ্রুপের সঙ্গে কমিউনিটির পার্থক্য বোঝানোর জন্য সংস্থার তরফ থেকে ইতিমধ্যেই একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।