Advertisements

Digha Sundarban: দীঘা থেকে সুন্দরবন, সব জায়গায় এখন নতুন আতঙ্ক! ভয় পাচ্ছেন পর্যটকরা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দীঘা, মন্দারমনি, সুন্দরবন সহ বিভিন্ন সমুদ্র সৈকতে সারা বছরই পর্যটকরা ঘুরতে যান। তবে ঘুরতে গিয়ে এবার তারা এমন আতঙ্কের মুখোমুখি হবেন তা ভেবে উঠতে পারেননি। গত শুক্রবার দিঘা থেকে সুন্দরবন (Digha Sundarban) সব জায়গাতেই এই আতঙ্ক তৈরি হয় এবং সেই আতঙ্কের কারণে রীতিমতো ভয় পাচ্ছেন তারা।

Advertisements

আসলে শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ সুন্দরবনের বকখালিতে ঘুরতে আসা পর্যটকরা যখন গায়ে মিঠে রোদ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ঠিক সেই সময় এমন একটি ঘটনা ঘটে যা তাদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। একই ঘটনা ঘটে দিঘাতে। দীঘায় দুবার এমন বিকট শব্দ শোনা যায়। আর সেই বিকট শব্দে আতঙ্ক তৈরি হয় পর্যটক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

Advertisements

পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, শুধু বিকট শব্দ নয়, এর পাশাপাশি কেঁপে ওঠে মাটি। এমনকি এই ঘটনার পর এলাকার বাসিন্দারা এতটাই আতঙ্কিত হয়ে ওঠেন যে তারা অনেককেই বাড়ি ঢুকতে ভয় পাচ্ছিলেন। তবে এই বিকট শব্দ এবং এমন কম্পনের উৎস কি তা সম্পর্কে এখনো পর্যন্ত প্রশাসনিকভাবে কিছু জানানো হয়নি। এর উৎস কি তা সম্পর্কে কিছু জানা যায়নি। তবে বিশেষজ্ঞদের তরফ থেকে বেশ কিছু কারণ জানানো হয়েছে। সেইসব কারণ আমরা জেনে নেব।

Advertisements

আরও পড়ুন ? Sundarbans New Rules: সুন্দরবন বেড়াতে গিয়ে এবার ভুলেও করবেন না এই কাজ, করলেই খেতে হবে বাজে কেস

সমুদ্রতটে উপস্থিত থাকা এক পর্যটক এমন ঘটনার মুখোমুখি হওয়ার পর তিনি তার অভিজ্ঞতা থেকে জানিয়েছেন, ‘বিকট শব্দ এমন ছিল যেন মনে হল পাহাড় থেকে পাথর ভেঙ্গে পড়ছে। প্রথমে হালকা আর তার একটু পরে বিকট। আর এরই কিছুক্ষণের মধ্যে পায়ের তলা কেঁপে ওঠে।’ যেদিন এমন ঘটনা ঘটে সেই দিন কম্পন এক মিনিট মতো দীর্ঘস্থায়ী হয়েছিল বলে দাবি করা হচ্ছে পর্যটক এবং স্থানীয়দের সূত্রে।

এই ঘটনা নিয়ে প্রশাসনিক লভাবে কিছু জানানো না হলেও বিশেষজ্ঞদের তরফ থেকে বলা হচ্ছে, উপকূলবর্তী এলাকার সমুদ্রতটে অনেক সময় পাহাড়ের মত সেডিমেন্ট অর্থাৎ পলি জমে যায়। আচমকা সেই সেডিম্যান্ট ভেঙে পড়লে এমন বিকট শব্দ ও কম্পন হতে পারে। সমুদ্রের মধ্যে ঘটা এমন ঘটনার পাশাপাশি আরও একটি কারণে হতে পারে এমন ঘটনা আর সেটি হল সনিক বম্ব। যখন আকাশে যুদ্ধবিমান সাব সনিক থেকে সুপার সনিকে শিফট করে তখন এমন বিকট শব্দ হয় এবং কম্পন হতে পারে। এই ঘটনাকেই বলা হয় সনিক বম্ব। তবে এই ঘটনার কারণ সম্পর্কে প্রশাসনিক ভাবে এখনো পর্যন্ত জানানো হয়নি। যে কারণে এটি এখনো রহস্যমণ্ডিতই হয়ে রয়েছে।

Advertisements