Divyangjan: কষ্টের দিন শেষ! এবার বিশেষ ক্যাম্পের মাধ্যমে বিশেষ যাত্রীদের দেওয়া হচ্ছে ছাড়ের টিকিট

Divyangjan Card is offering concessionary tickets through special camps: এই প্রথমবার পূর্ব রেলের তরফ থেকে শিয়ালদা ডিভিশনে একটি বিশেষ ক্যাম্পিং এর ব্যবস্থা করা হয়েছে। দিব্যঙ্গজনদের (Divyangjan) কথা মাথায় রেখেই এই ক্যাম্পিং এর ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। জেলায় জেলায় চলছে ক্যাম্পিং। বিশেষভাবে সক্ষম যাত্রীদের আরও বেশি সুবিধা দিতে নতুন উদ্যোগ নিতে চলেছে পূর্ব রেলের শিয়ালদা সাব ডিভিশন কর্তৃপক্ষ। যাত্রীদের জন্য বিশেষ কিছু পরিষেবার ব্যবস্থা করবে রেল দপ্তর।

পূর্ব রেলের শিয়ালদা সাব ডিভিশনের পক্ষ থেকে চালু করা ক্যাম্পিং গুলির মধ্যে প্রথম শিবিরটির আয়োজন করা হয়েছিল কৃষ্ণনগরে। বর্তমান প্রাকৃতিক পরিস্থিতির কথা মাথায় রেখে বিশেষভাবে সক্ষম (Divyangjan) যাত্রীদের যাতে শিয়ালদা অব্দি ছাড়পত্র নিতে আসতে না হয়, তাই জন্য এই উদ্যোগ নিয়েছে রেল দপ্তর। এই শিবির গুলির মাধ্যমে শারীরিক বা মানসিক দিক থেকে বিশেষভাবে সক্ষম যাত্রীরা নিজেদের এলাকা থেকে রেলে ছাড়পত্র গ্রহণ করতে পারছেন। রেলের এই উদ্যোগ অবশ্যই মানবিকতার প্রমাণ রাখে।

কৃষ্ণনগরে আয়োজিত শিবিরটি ইতিমধ্যে বিশেষভাবে সক্ষম যাত্রীদের (Divyangjan) মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষত, দৃষ্টিহীন বা শ্রবণ শক্তিহীন যাত্রীদের পক্ষে এটি ছিল দারুন সুযোগ। যারা অন্যের সাহায্য ছাড়া চলাফেরা করতে পারেন না, তারা নিজেদের এলাকায় পরিচিত জায়গায় থেকে আবেদনপত্র জমা দেবার সুযোগ পেয়ে উচ্ছ্বশিত। আয়োজিত শিবিড়টিতে অনেক বিশেষ ভাবে সক্ষম যাত্রী নিজেদের আবেদনপত্র জমা দিয়ে গেছে। রেলের পক্ষ থেকে পরবর্তী শিবিরটি বহরমপুরে আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে মুর্শিদাবাদ ও বহরমপুর এলাকার সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীরা সুযোগ সুবিধা পেতে চলেছেন।

আরও পড়ুন 👉 Summer Vacation WB School: গরমের ছুটি বাড়লেও আরাম নেই, উল্টে বাড়বে চাপ! চিন্তায় শিক্ষকরা

দিব্যঙ্গজনদের (Divyangjan) বিশেষ কনসেশনের জন্য আবেদন পত্র জমা করার ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদানের উদ্দেশ্যেই এই শিবির গুলির আয়োজন করেছে রেল কর্তৃপক্ষ। এই শিবিরে যে কোন ক্যাটাগরির বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রী অংশগ্রহণ করতে পারবেন। এই ক্যাম্পে সবার প্রবেশ অধিকার সমান। রেল কর্তৃপক্ষ জানিয়েছেন কৃষ্ণনগরে করা শিবিরটি থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে। বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের কাছ থেকে পাওয়া এই সাফল্যই শিয়ালদা ডিভিশনের অন্যান্য লাইনেও শিবির আয়োজন করার সাহস জোগাচ্ছে রেলকে।

বিশেষভাবে সক্ষম যাত্রীরা রেলের তরফ থেকে বেশ কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকেন। যেমন – ইএমইউ ট্রেনের ক্ষেত্রে তাদের জন্য একটি আলাদা কম্পার্টমেন্ট বরাদ্দ করা থাকে। ৭৫ শতাংশ ছাড় দেওয়া হয় এক্সপ্রেস ট্রেনের ভাড়ার ক্ষেত্রে। আগে দিব্যাঙ্গনদের (Divyangjan) যে কোন সুবিধা অসুবিধায় যোগাযোগ করতে হতো কলকাতার মেইন অফিসে। জেলায় জেলায় হওয়া এই শিবিরগুলির মাধ্যমে সেই সমস্যা সমাধান করতে পারবে বলে আশা রাখছে রেল কর্তৃপক্ষ। এখন আর শিয়ালদা যাবার প্রয়োজন নেই। এই ক্যাম্পে কনসেশনের আবেদন পত্র জমা দেওয়া ছাড়াও অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে তথ্য জানতে পারবে যাত্রীরা।