Do not forget to do this task even after settling the personal loan: ব্যক্তিগত লোন (Personal Loan) হলো এক ধরনের অসুরক্ষিত লোন। যা বিভিন্ন ব্যাংক বা অন্যান্য সংস্থার মাধ্যমে আপনি নিতে পারেন। আপনার আয় এবং অতীতে কোন লোন নেওয়া রয়েছে কিনা সেই তথ্যের উপর ভিত্তি করেই সংস্থা আপনাকে এই ঋণ অনুমোদন করে থাকে। একে কনজিউমার লোন বা গ্রাহক ঋণ বলা হয়। বিভিন্ন ব্যক্তিগত প্রয়োজন মেটানোর জন্য এই লোন ব্যবহার করে থাকে সাধারণ মানুষ।
কোন কারণে হঠাৎ অনেকগুলি টাকার একসাথে প্রয়োজন পড়লে লোন নেওয়া ছাড়া আর কোন উপায় থাকে না। সে ক্ষেত্রে ব্যক্তিগত লোন বা গ্রাহক ঋণ নিয়ে থাকেন অনেকেই। কখনও বিয়ের জন্য, কখনো পড়াশোনার জন্য, আবার কখনো বাড়ি তৈরির জন্য বা কখনো শখের গাড়ি কেনার জন্য। বিভিন্ন ধরনের লোন নিতে পারেন আপনি। বর্তমানে পার্সোনাল লোন (Personal Loan) এর ক্ষেত্রে সুদের হার আনুমানিক ৮.৫৫ শতাংশ থেকে ৮. ৩৬ শতাংশ অবধি হতে পারে। পার্সোনাল লোন মানেই যেহেতু অসুরক্ষিত ঋণ তাই, এক্ষেত্রে সুদের হার অনেকটাই বেশি থাকে।
লোন মেটানোর জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ অর্থ সংস্থার কাছে জমা করতে হয়। আবার আপনি আগেভাগে সেই দায়মুক্ত হতে চাইলে প্রি ক্লোজিং এর ব্যবস্থাও রয়েছে। কিন্তু লোন পরিশোধ করে দেবার পরও লোন কিন্তু বন্ধ হয় না। সম্পূর্ণরূপে লোন বন্ধ করতে গেলে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। কোন ঋণগ্রহীতা যখন নিয়মিতভাবে নির্দিষ্ট নিয়ম মেনে ঋণ পরিশোধ করেন তখন তাকে বলে রেগুলার ক্লোজার কিন্তু এই ঋণ পরিশোধ করার পর সেই ঋণ বন্ধ করার জন্য আরো কিছু ধাপ অতিক্রম করতে হয়।
আরও পড়ুন ? Income tax Slab Changes: ইনকাম ট্যাক্স রিটার্নে আসছে বদল! ১ এপ্রিল থেকে কত আয়ে দিতে হবে কত ট্যাক্স
ঋণ (Personal Loan) পরিশোধ করার পর সবার আগে ব্যাংকে গিয়ে যোগাযোগ করে জানতে হবে বকেয়া টাকা সম্পূর্ণরূপে পরিষদ হয়েছে কিনা? কোন মাসে দেরিতে প্রিমিয়াম দেওয়ার কারণে কোনো রকম অতিরিক্ত চার্জ যুক্ত হয়েছে কিনা? তা নিশ্চিত করতে হবে। সবকিছু যদি ঠিকঠাক থাকে তবে ঋণ বন্ধ করাতে হবে আনুষ্ঠানিকভাবে। সাধারণত ঋণ পরিশোধ হয়ে যাবার পর মেইল করে বা ডাক মাধ্যমের সাহায্যে একটি ক্লোজার সার্টিফিকেট গ্রহীতার কাছে পাঠানো হয় সংস্থার তরফ থেকে।
যখন ব্যাংকে যাবেন তখন নিজের পরিচয় পত্র, লোন একাউন্ট নম্বর সহ বিস্তারিত তথ্য এবং যদি কোন টাকা পরিশোধ করতে হয় তার জন্য চেক অথবা অতিরিক্ত অর্থ সাথে নিতে ভুলবেন না। নোন অ্যকাউন্ট বন্ধ করার আগে ব্যাংক কর্তৃপক্ষ তরফ থেকে এই সমস্ত নথিপত্র যাচাই করতে চাইতেই পারে এবং সবশেষে ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিতে একেবারেই ভুলবেন না। এটা লোন বন্ধ করার সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ। এই সার্টিফিকেটে লেখা থাকে ঋণগ্রহীতা সম্পূর্ণ টাকা পরিশোধ করেছেন এবং কোনরকম বকেয়া টাকা নেই।