SIP Investment: SIP-তে বিনিয়োগ করেন, এই ৩ ভুল করলে কিন্তু মহাবিপদ

Do not make these mistakes while doing SIP Investment: ভবিষ্যতের কথা চিন্তাভাবনা করে বর্তমানে অনেকেই আয় করা অর্থ থেকে কিছু কিছু করে অর্থ জমান। ছেলে-মেয়ের পড়াশোনার জন্য হোক, গাড়ি বাড়ি জন্য হোক বা মেয়ের বিবাহের জন্য মোটা টাকা রিটার্নের আশায় অনেকেই ফিক্সড ডিপোজিট, রেকারিং এই প্ল্যানগুলিতে বিনিয়োগ করেন। তবে বর্তমানে অল্প টাকায় দীর্ঘ মেয়াদে ভালো টাকা রিটার্নের জন্য বেছে নিচ্ছেন SIP প্ল্যান। কিন্তু এসআইপিতে বিনিয়োগ (SIP Investment) করলে ৩টি বিষয়ে সতর্ক থাকতেই হবে। যা ভবিষ্যতের অর্থকে নষ্ট করে দিতে পারে। যে বিষয়গুলি অনেকেই ইনভেস্টমেন্টের সময় এড়িয়ে যাচ্ছেন। তাই এসআইপি প্ল্যানে বিনিয়োগ করার চিন্তাভাবনা করলে অবশ্যই এই ৩ বিষয়ে ভুল করলে চলবে না। দেখে নিন সেই তিনটি পদক্ষেপ কি কি।

এসআইপি প্ল্যান কি? বিনিয়োগ প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল এই এসআইপি। যার পুরো নাম সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এই প্রকল্পে রেগুলার বিনিয়োগ করা যায়। তবে এর জন্য প্রথমে একটি নির্দিষ্ট অ্যামাউন্ট, বিনিয়োগের সময়সীমা হিসেবে সাপ্তাহিক, মাসিক বা ত্রৈমাসিক সময় বেছে নিতে হয়। খুব বেশি নয়, মিনিমাম অ্যামাউন্ট বিনিয়োগ করলেও ভালো টাকা রিটার্ন পাওয়া যায়। অপরদিকে কম্পাউন্ডিং বা লাম্প সাম সিস্টেমেও বিনিয়োগ করা যেতে পারে। বর্তমানে যুব প্রজন্ম ভবিষ্যতে মোটা টাকা সঞ্চয়ের জন্য এই প্ল্যানটি বেছে নিচ্ছেন। তবে এসআইপিতে বিনিয়োগের (SIP Investment) সময় এই তিনটি পদক্ষেপ ভুল করলে চলবে না। আসুন সেই ৩টি পদক্ষেপ জেনে নেওয়া যাক।

রিস্ক টলারেন্স

আরও পড়ুন 👉 SIP for Children: সন্তানের ২১ বছর হলেই হবে টাকার বৃষ্টি! এই প্ল্যানে হতে পারে ২ কোটির মালিক

এসআইপি প্ল্যানে বিনিয়োগ করার আগে অবশ্যই রিস্ক টলারেন্স সম্পর্কে ধারণা রাখবেন। বিষয়টিকে খতিয়ে দেখবেন। কারণ মার্কেটে শেয়ারের উত্থান-পতন লেগেই থাকে। ফলে হঠাৎ করেই শেয়ার কমে গেলে এসআইপি বিনিয়োগ বন্ধ করবেন না। নির্দিষ্ট সময়সীমা ধার্য করলে সেই অনুযায়ী নিশ্চিত রিটার্ন পাওয়া যায়। তাই আতঙ্কিত হওয়ার দরকার নেই।

আর্থিক লক্ষ্য স্থির

যে কোনো প্ল্যানে বা প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে হলে লক্ষ্য স্থির রাখতে হবে। ভবিষ্যতের কোন কাজের জন্য সেই অর্থ সঞ্চয় করছেন? সেই বিষয়ে স্পষ্ট ধারণা রাখতে হবে। তবেই SIP বিনিয়োগে নির্দিষ্ট SIP প্ল্যান বেছে নিয়ে ভবিষ্যতে ভালো টাকা আয় করতে পারবেন।

ফান্ড রিসার্চ

অল্প টাকায় বিনিয়োগ করুন বা বেশি টাকা যে প্রকল্প বা যে খাতে বিনিয়োগ করছেন তা অবশ্যই খতিয়ে দেখা উচিত। অর্থাৎ এসআইপি বিনিয়োগের (SIP Investment) আগে সেই প্রকল্প সম্পর্কে, তার ম্যানেজমেন্ট, পারফর্মেন্স এক্সপেন্স রেসিও সম্পর্কে জেনে নিন। তারপর সেই ফান্ডে অর্থ বিনিয়োগ করলে ভবিষ্যতের রিটার্ন পাওয়া যাবে কিনা সেই বিষয়ে কোনো চিন্তা থাকে না।