Car Driving: চারচাকা চালাতেও পরতে হবে হেলমেট? ১০০০ টাকা জরিমানা করল পুলিশ, নতুন আইন নাকি!

Prosun Kanti Das

Published on:

Advertisements

Do not wear helmet while driving car will be fined 1000 rupees: দুই চাকা চালানোর ক্ষেত্রে হেলমেট হলো গুরুত্বপূর্ণ একটি জিনিস। হেলমেট ছাড়া আপনি রাস্তায় যদি বের হন সেটা আইনত দণ্ডনীয় অপরাধ। এই ব্যাপারে আশাকরি সবাই জানে কিন্তু চার চাকা চালানোর (Car Driving) ক্ষেত্রে হেলমেট লাগতে পারে এটা কি শোনা আছে আপনার? এমনি অবাক করা ঘটনা ঘটেছে আমাদের দেশেই। আজকের প্রতিবেদনে আপনি জানতে পারবেন বিস্তারিতভাবে।

Advertisements

শেষমেষ হেলমেট না পরে গাড়ি চালানোর জন্য (Car Driving) জরিমানা করা হলো এক ব্যক্তিকে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এমনকি জরিমানা করা হয়েছে সেই ব্যক্তিকে। এই ধরনের ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসিতে। সাধারণত হেলমেট না পরে বাইক চালালে ট্র্যাফিক আইন অনুযায়ী জরিমানা করতে পারে পুলিশ। সেটা বেশিরভাগ জায়গায় করাও হয়। তবে গাড়ি চালাতে গেলে হেলমেট পরার দরকার আছে সেটা কিন্তু আগে শোনা যায়নি। অদ্ভুত এই ঘটনা সামনে এসেছে সম্প্রতি।

Advertisements

ঘটনাটি ঘটেছে বাহাদুর সিংহ পরিহার নামক এক ব্যক্তির সঙ্গে। তাঁর মোবাইলে একটি মেসেজ ঢোকে এবং তাকে হেলমেট ছাড়া গাড়ি চালানোর (Car Driving) জন্য জরিমানা করা হয়। মেসেজটি পাঠানো হয়েছিল ট্র্যাফিক পুলিশের তরফ থেকে। এমনকি তাকে জরিমানা করা হয় ১০০০ টাকা। তাঁকে যে বার্তা পাঠানো হয়েছিল, সেখানে লেখা ছিল, হেলমেট না পরার জন্য জরিমানা করা হল। কিন্তু চালানে ছিল বাইকের ছবি। অর্থাৎ যানবাহনের ধরনের জায়গায় লেখা ছিল ‘মোটর কার’। বাহাদুর অবশ্য এমনটাই দাবি করেছে।

Advertisements

আরও পড়ুন ? Helmet wear traffic rule: হেলমেট না পরলে দিনে কতবার চালান কাটতে পারে পুলিশ, সর্বাধিক কত লাগবে জরিমানা

বাহাদুর মেসেজ পাওয়ার পরই পৌঁছে যান সেখানকার আরটিও অফিসে। সংশ্লিষ্ট আধিকারিকদের তার মেসেজের বিষয়ে বিস্তারিতভাবে জানান। বাহাদুর বলেন যে লোকসভা নির্বাচনের কথা বলে তাকে বলা হয় কোন কাজই এখন করা সম্ভব নয়। তার সমস্যার সমাধান যেহেতু করা হয়নি, তাই সে বাধ্য হয়ে এখন হেলমেট পরেই গাড়ি চালাচ্ছেন। জরিমানার হাত থেকে বাঁচার জন্যই তার এই ব্যবস্থা। তিনি বলেছেন তার সমস্যার সমাধান যতদিন না হবে ততদিন তিনি এভাবেই গাড়ি চালাবেন (Car Driving)।

ঝাঁসির ট্র্যাফিক ইনস্পেক্টর উমাকান্ত ওঝা অবশ্য এ বিষয়ে জানিয়েছেন যে, ঘটনাটি হয়তো ভুলবশতই হয়েছে। কারণ এরকম অদ্ভুত কাণ্ড হওয়ার কথা নয়। বাহাদুরের সঙ্গে হওয়া এই ঘটনা এখন ঝাঁসিতে রীতিমতো চর্চার বিষয়।

Advertisements