নিজস্ব প্রতিবেদন : বিশ্বের শিল্পপতিদের মধ্যে অন্যতম একজন শিল্পপতি হিসেবে বরাবর যিনি জায়গা করে নিয়েছেন তিনি হলেন রতন টাটা (Ratan Tata)। রতন টাটা শুধু একজন শিল্পপতি নন, এর পাশাপাশি তার বিভিন্ন জায়গায় অবদান রয়েছে যা ভারতীয়দের প্রতিনিয়ত বিভিন্ন দিক দিয়ে সাহায্য করে থাকে। তবে এমন একজন শিল্পপতি হয়েও রতন টাটা কখনো বৈবাহিক জীবনে প্রবেশ করেননি। তিনি কেন বিয়ে করেননি, তার ব্যক্তিগত জীবন ইত্যাদি নিয়ে দেশের মানুষরা কম কৌতূহল নন।
রতন টাটা বিয়ে না করলেও তার চারবার বিয়ে ঠিক হয়েছিল বলে তিনি নিজেই জানিয়েছেন। তবে সেই সব কোন সম্পর্কই শেষ পর্যন্ত বিয়ের পরিণতি পায়নি। কোন সময় পারিপার্শ্বিক কারণে তার বিয়ে হয়নি, আবার কোন কোন ক্ষেত্রে তিনি নিজেই বিভিন্ন কারণে সরে এসেছেন। স্বাভাবিকভাবেই এমন একজন শিল্পপতির জীবন নিয়ে সাধারণ মানুষদের মধ্যে আগ্রহের কমতি নেই।
তবে রতন টাটার বিয়ে না হলেও তার সঙ্গে যাদের যাদের সম্পর্ক ছিল তাদের মধ্যে একজন হলেন বলিউডের একজন বোল্ড বিউটি। তার সঙ্গেও রতন টাটার সখ্যতা তৈরি হয়েছিল, তবে তাদের সম্পর্কও শেষমেশ বিয়ের পরিণতি পায়নি। যে বলিউড নায়িকার কথা বলা হচ্ছে তিনি নিজেই রতন টাটার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছেন। সেই স্বীকারোক্তিতে তিনি জানিয়েছেন, ‘রতন আর আমার মধ্যে পুরাতন সম্পর্ক রয়েছে। রতন ভালো মানুষ, হাস্যরস রয়েছে তার মধ্যে, একজন ভদ্রলোক। তার কাছে কখনো টাকা-পয়সা মুখ্য ছিল না।’
আরও পড়ুন ? Why Ratan Tata is Not Married: বিয়ে হতে হতেও হয়নি রতন টাটার! পিছনে ছিল এই ২ কারণ
যে বলিউড ডিউটির কথা বলা হচ্ছে তিনি ১৯৪০ সালের ১৭ অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন পাঞ্জাবের লুধিয়ানায়। গারেওয়াল জাট শিখ পরিবারের জন্মগ্রহণ করেছিলেন তিনি। পরবর্তীতে তিনি পরিবারের সঙ্গে পাড়ি দিয়েছিলেন ইংল্যান্ডে। তিনি যেসব সিনেমায় অভিনয় করেছেন সেই সিনেমাগুলির মধ্যে অন্যতম হলো ‘টারজান গোজ টু ইন্ডিয়া’, ‘মেরা নাম জোকার’। এছাড়াও রয়েছে ‘সন অব ইন্ডিয়া’, ‘দো বাদান’, সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’।
এখন নিশ্চয়ই বুঝতে অসুবিধা হবে না কোন বলি সুন্দরীর কথা বলা হচ্ছে। ওই বলে সুন্দরী হলেন সিমি গরেওয়াল। তার প্রথমে নাম ছিল সিমরিতা গরেওয়াল। ১৯৭০ সালে তার সঙ্গে বিয়ে হয়েছিল রবি মোহনের। যদিও সেই বিয়ে ৯ বছর কাটতে না কাটতেই বিচ্ছেদে পরিণত হয়। তবে জানা যায়, সিমির সঙ্গে রতন টাটা ছাড়াও আরও কয়েকজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন।