ভালোভাবে বাঁচতে চাইলে আজই করুন এই কাজ! রেশন কার্ড নিয়ে কড়া নজর কেন্দ্রের

নিজস্ব প্রতিবেদন : রেশন ব্যবস্থা (Ration) এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে দেশের নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে একেবারে অসহায় পরিবারগুলির ন্যূনতম চাহিদা খাদ্যের যোগান দেওয়া হয়ে থাকে। আগে ক্যাটাগরি অনুযায়ী কিছু উপভোক্তাদের বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হত এবং কিছু উপভোক্তাদের স্বল্প মূল্যে। পরবর্তীতে লকডাউন জারি হওয়ার পর থেকে এখন সব রেশন কার্ডধারীরাই বিনামূল্যে খাদ্য সামগ্রী পেয়ে থাকেন। যদিও কার্ডের (Ration Card) ক্যাটাগরি অনুযায়ী খাদ্য সামগ্রীর পরিমাণ আলাদা আলাদা হয়।

রেশন ব্যবস্থা দেশের মানুষদের ন্যূনতম চাহিদা খাবারের যোগান দেওয়ার কারণে বহু মানুষ রয়েছেন যারা দুবেলা দুমুঠো অন্ন মুখে দিতে পারেন। তবে আবার এই ব্যবস্থায় অনেকেই রয়েছেন যারা সুযোগের সদ্ব্যবহার করে থাকেন। এবার এই সুযোগের সদ্ব্যবহার করা ব্যক্তিদের জন্য কড়া নজরদারি চালানোর বন্দোবস্ত করল কেন্দ্র। এক্ষেত্রে যদি আপনার রেশন কার্ড থাকে তাহলে অবশ্যই সব নিয়ম জানা দরকার, আর তা না হলে ‘সুখে থাকতে ভূতে কিলাতে পারে’।

মূলত বিনামূল্যে খাদ্য সামগ্রী পাওয়ার যোগ্য উপভোক্তা সবাই নন। যারা যোগ্য নন তাদের অবিলম্বে এই ধরনের বেশি সুবিধা পাওয়া রেশন কার্ড জমা দিতে হবে। এছাড়াও যাদের একের বেশি রেশন কার্ড রয়েছে অথবা পরিবারের কেউ জীবিত নেই তাদের রেশন কার্ডও জমা দিতে হবে। সরকারের তরফ থেকে জারি করা এই সকল নিয়ম না মানলে কঠোর শাস্তির ব্যবস্থা করা হতে পারে বলে জানা যাচ্ছে।

সরকারের কাছে ইতিমধ্যেই এই বিষয়ে খবর রয়েছে বলে জানা গিয়েছে যে, দেশের বহু উপভোক্তা যারা বিনামূল্যে খাদ্য সামগ্রী পাওয়া অথবা রেশন কার্ডের বাড়তি সুবিধা নেওয়ার উপযুক্ত নন। তারা আর্থিক দিক দিয়ে স্বচ্ছল হলেও সরকারের রেশন কার্ডের বিভিন্ন সুবিধা নিচ্ছেন। এই সকল ব্যক্তিদের উপর নজরদারি চালানো হবে বলে জানা গিয়েছে, ফলে এমন সুবিধা পাওয়ার ক্ষেত্রে উপযুক্ত নন এমন ব্যক্তিদের অবিলম্বে রেশন কার্ড সারেন্ডার বা জমা দিতে হবে।

কারা এমন রেশন ব্যবস্থায় সুবিধা পাওয়ার যোগ্য নয়? যে সকল ব্যক্তিদের ফ্ল্যাট অথবা বড় অট্টালিকা রয়েছে তারা কোনভাবেই এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন। এছাড়াও যাদের গাড়ি, হুইল কার্ট গাড়ি, ট্রাক্টর, অস্ত্র লাইসেন্স রয়েছে তারাও রেশনে বিনামূল্যে খাদ্য সামগ্রী পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হন না। এই সকল ব্যক্তিদের অবিলম্বে বিনামূল্যে রেশনের জন্য ব্যবহৃত রেশন কার্ড জমা দিতে হবে এবং তাদের সেই রেশন কার্ড নিতে হবে যেগুলি কেবলমাত্র নথি হিসাবে ব্যবহার করা যায়।