Tata-র এখন পৌষ মাস! আসছে নতুন নতুন সুখবর, এবার বিশ্ব কাঁপাবে ভারতীয় সংস্থা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : টাটা গোষ্ঠী (Tata Group) কেবল একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়। বরং এই সংস্থা ভারতীয়দের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। কেননা ব্যবসায়িক প্রতিষ্ঠানের পাশাপাশি টাটা গোষ্ঠী ভারতীয়দের জন্য প্রচুর সামাজিক কাজ করে থাকে আর সেই সকল সামাজিক কাজের কারণে দেশের লক্ষ লক্ষ মানুষ নতুন জীবন পান। এসবের কারণেই টাটা গোষ্ঠীর কোন মঙ্গল হলেই খুশি হন অধিকাংশ মানুষ।

Advertisements

সম্প্রতি আমরা লক্ষ্য করেছি, টাটা মোটরসকে (Tata Motors) ৭৬৬ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে। মূলত সিঙ্গুরে কারখানা তৈরি করতে না পারা এবং বিনিয়োগের ক্ষেত্রে ক্ষয়ক্ষতির কারণে এই ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ক্ষতিপূরণ টাটা গোষ্ঠীর কাছে আলাদা এক প্রাপ্তি। এই প্রাপ্তির পরই দেখা যায় টাটা মোটরসের চেয়ার অনেক বেড়ে যায়। তবে এরই মধ্যে অনেকেই রয়েছেন যারা আরও একটি সুখবর মিস করেছেন।

Advertisements

ক্ষতিপূরণ এবং শেয়ারের দাম বৃদ্ধি পাওয়ার আগেই টাটা গোষ্ঠীর জন্য আরও একটি সুখবর এনে দিয়েছিল iPhone। কেননা দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল, টাটা গোষ্ঠীর হাত ধরে ভারতে তৈরি হবে নতুন নতুন সিরিজের iphone। অবশেষে সেই শোনা কথায় সত্যি হতে চলেছে, খুব তাড়াতাড়ি ভারতে আইফোন তৈরি করতে চলেছে টাটা গোষ্ঠী।

Advertisements

এই বিষয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে, আগামী আড়াই বছরের মধ্যে ভারতের সম্পূর্ণভাবে আইফোন অ্যাসেম্বল করা শুরু করে দেবে টাটা গোষ্ঠী। অ্যাপেল এবং টাটা গোষ্ঠী ইতিমধ্যেই এই বিষয়ে কাজ শুরু করে দিয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো টাটা গোষ্ঠীর হাত ধরে ভারতে তৈরি হওয়া আইফোন শুধু ভারতে নয়, বিক্রি হবে গ্লোবাল মার্কেটেও।

কেন্দ্র সরকারের এমন ঘোষণা এবং টাটা গোষ্ঠীর সঙ্গে অ্যাপেলের চুক্তি স্বাভাবিকভাবেই টাটা গোষ্ঠীকে ব্যবসায়িক দিক দিয়ে অনেক বড় জায়গায় পৌঁছে দিচ্ছে। কেননা অ্যাপেল চীন বাদে বিশ্বের প্রতিটি দেশেই তাদের আইফোন অ্যাসেম্বল করার জন্য তৎপরতা শুরু করেছে। সেক্ষেত্রে টাটার মতো সংস্থা অনেক বেশি অগ্রাধিকার পাচ্ছে। এসবের পরিপ্রেক্ষিতেই বলা যায় টাটা গোষ্ঠীর এখন চলছে পৌষ মাস, তাদের সামনে আসছে একের পর এক সুখবর।

Advertisements