Dooars Trip: পর্যটকদের জন্য নয়া রূপে সেজে উঠছে ডুয়ার্স, নতুন কি আকর্ষণ থাকছে আসুন জেনে নিই

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Dooars Trip: গ্রীষ্মের লম্বা ছুটির পর সামনেই আসছে পুজোর ছুটি। অল্প দিনের জন্য হলেও ঘুরে আসাই যেতে পারে কাছেপিঠের যেকোন জায়গায়। এমন বহু মানুষ আছেন যারা পুজোর ছুটিতে ঘরে সময় না কাটিয়ে ঘুরে বেড়াতে বেশি পছন্দ করেন। কাছেই যখন আছে ডুয়ার্সের মত সুন্দর জায়গা তাহলে আর দেরি কেন, পুজোর ছুটি হল ডুয়ার্স ঘুরতে যাওয়ার আদর্শ সময়। পর্যটকদের জন্য ডুয়ার্স নতুনভাবে নিজেকে সাজিয়ে তুলেছে। আজকের প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়লে আপনি জানতে পারবেন বিস্তারিতভাবে।

Advertisements

পর্যটকরা এমনিতেই সারা বছর ভিড় করে নর্থবেঙ্গল এর বিভিন্ন জায়গায়। তবে এবছর পূজোর সময় পর্যটকদের আগমন জানাতে ডুয়ার্স (Dooars Trip) নিজেকে নতুনরূপে তুলে ধরতে চলেছে। ইতিমধ্যে ডুয়ার্সে প্রস্তুতি শেষের পথে। বর্ষাকালীন প্রজননের জন্য মধ্য জুলাই থেকে এখনও বন্ধ রয়েছে জঙ্গলের দরজা। তবে এই নিয়ে চিন্তা করবেন না পর্যটকরা। মধ্য সেপ্টেম্বর মাসেই উত্তরের জঙ্গলের দরজা খুলছে। যদি এখনো আপনার পুজোর ছুটির প্ল্যান না হয়ে থাকে তাহলে তালিকায় অবশ্যই জুড়ে নেবেন ডুয়ার্সের নাম।

Advertisements

যেসব পর্যটকরা রোমাঞ্চকর ট্রিপ করতে পছন্দ করেন তারা লাটাগুড়ি থেকে গরুমারা শুরু করে ডুয়ার্সের (Dooars Trip) যে কোনও জঙ্গলে যেতে পারবেন অনায়াসেই। অনেক সময় পর্যটকরা নানারকম অসুবিধার সম্মুখীন হয় তাই এই বিষয়ে সতর্ক থাকছে পূর্ত দফতর। তাদের তরফ থেকে জঙ্গল লাগোয়া রাস্তার দু’ধারের ঘন জঙ্গল পরিষ্কার করা হচ্ছে তৎপরতার সঙ্গে। ডুয়ার্সের বিভিন্ন জায়গায় এমন চিত্রই সামনে এসেছে।

Advertisements

আরো পড়ুন: নর্থ বেঙ্গল গেলে এবার থেকে আর মিস হবে না সূর্যোদয়, সম্পূর্ণ ব্যবস্থা করে দেবে জিটিএ

সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকরা জঙ্গলের ভিতর প্রবেশ করলে তাদের একটি বড় সমস্যা সম্মুখীন হতে হচ্ছে। জঙ্গল লাগোয়া রাস্তার দু’ধারে বর্ধিত জঙ্গল এমনভাবে বেড়ে উঠেছে যা সমস্যা সৃষ্টি করছে পথ চলতে। দূর থেকে হয়তো দেখা যাচ্ছে না কিন্তু জঙ্গলের ভেতর প্রবেশ করলে হঠাৎ করে সামনাসামনি হতে হচ্ছে হাতির। এরকম পরিস্থিতিতে দুর্ঘটনা ঘটা স্বাভাবিক। পাশাপাশি সামনে পুজো তাই পর্যটকরা জঙ্গলে (Dooars Trip) ভিড় জমাবে সেটাই স্বাভাবিক। পূর্ত দফতর এমন ব্যবস্থা গ্রহণ করেছে যাতে সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটক কারোর কোনরকম সমস্যা না হয়। পাহাড় থেকে নেমে আসা জল এবং জঙ্গলের গভীরে মহাকাল মন্দিরের গা ছমছমের পরিবেশ গরুমারা ঘুরতে আসা পর্যটকদের অন্যতম আকর্ষনের বিষয়।

জঙ্গলের শান্ত, নিরিবিলি পরিবেশ দিয়ে যখন আপনি হেঁটে যাবেন আপনার সারা শরীরে যেন রোমাঞ্চ সৃষ্টি হবে। এই ধরনের পরিবেশ যাতে পর্যটকরা উপভোগ করতে পারে তার জন্যই বাড়তি জঙ্গল কেটে পরিস্কার করা হচ্ছে। পুজোয় যদি পর্যটকদের ভিড় হয় তাহলে লাভবান হবেন ব্যবসায়ীরাও। নিত্যনতুন জিনিস তোলার কাজ তারাও শুরু করে দিয়েছে। নতুনভাবে ডুয়ার্সকে (Dooars Trip) সাজিয়ে তোলার অন্যতম কারণ হলো পর্যটকরা ঘুরতে এসে যাতে কোনোভাবেই হতাশ না হয়। পুজোর সময় জঙ্গল কিংবা ডুয়ার্সে এলে স্বাগত জানাতে প্রস্তুত ডুয়ার্সবাসী।

Advertisements