Dream car of Ratan Tata TATA Nano EV will come in a new version: রতন টাটার ড্রিম প্রজেক্ট ছিল টাটা ন্যানো। মার্কেটে এই গাড়ি আনার আসল উদ্দেশ্য ছিল মধ্যবিত্তের হাতে সস্তায় গাড়ি তুলে দেওয়া। যাতে মধ্যবিত্তের হাতে মাত্র এক লাখ তাকায় চার চাকা তুলে দেওয়া যায়, সেই উদ্দেশ্যে নিয়ে তৈরি হয়েছিল ন্যানো। তারাও যাতে গাড়ির চড়ার সুযোগ পায়। কিন্তু তার এই স্বপ্নপূরণ হলেও বেশিদিন তা স্থায়ী হয়নি। বাস্তবতার মুখোমুখি দাঁড়াতে পারেনি রতন টাটার এই স্বপ্নের গাড়ি। এই গাড়ির বিক্রি বন্ধ হলেও তাকে কাছ ছাড়া করেনি রতন টাটা। কিন্তু ফের বাজারে নতুন চমক নিয়ে আসতে চলেছে টাটা ন্যানো, তাও আবার বৈদ্যুতিক ভার্সনে (Tata Nano EV)।
গাড়িটি নিয়ে সবার জল্পনা ছিল তুঙ্গে। বহুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে টাটা ন্যানোর (Tata Nano EV) ইলেকট্রিক ভার্সন বাস্তবের মাটিতে পা রাখতে চলেছে। অবশ্য এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে সংস্থা। শিল্পী নবীন আদিত্য তার কল্পনার কলমে সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন গাড়িটিকে। গাড়িটির মডেল কেমন হবে তার কিছুটা ঝলক অনলাইন মাধ্যমে দেখা গেছে।
শিল্পীর হাতের ছোঁয়ায় ন্যানোর (Tata Nano EV) যে নয়া রূপ সামনে এসেছে তাতে রয়েছে এলইডি হেডলাইট থেকে শুরু করে নতুন নকশার ফ্রন্ট ফেসিয়া, ডিআরএল এবং রুফ র্যাক বরাবর বৃহৎ লাইট বার। আসল গাড়িটিকে অনুকরণ করেই আঁকা হয়েছে চিত্রটি। ন্যানোর নতুন ভার্সনে আপনি পাবেন চওড়া বডি কিট এবং মাটি থেকে উঁচু অফ-রোড সাসপেনশন, যা আপনাকে এসইউভি মডেলের স্বাদ দেবে।
এছাড়া গাড়িটিতে রয়েছে কিছু বাড়তি ফিচারস যেমন ফাইভ-স্পোক অ্যালয় হুইল সহ সব ধরনের ধরনের রাস্তায় চলার জন্য উপযুক্ত টায়ার। গাড়িটিতে আনা হয়েছে আরো কিছু পরিবর্তন যেমন Tata Nano Electric -এর দুইপাশের ডিজাইনে ঘটানো হয়েছে আমূল পরিবর্তন। এটিকে দুই দরজা ভার্সনে দেখানো হয়েছে।
বহু মানুষ আশা করে রয়েছেন যে টাটা খুব শিগগিরই তাদের ন্যানোর (Tata Nano EV) ইলেকট্রিক ভার্সন মার্কেটে লঞ্চ করবে। ইভি ড্রাইভট্রেন দেওয়া জন্য এতে X3 প্ল্যাটফর্ম ব্যবহার করা হতে পারে। মডেলটি একবার প্রকাশ্যে আসলেই রীতিমতো টক্কর দেবে বাজারের অন্যান্য সস্তার ইলেকট্রিক গাড়িগুলোকে। এখন শুধুমাত্রই সময়ের অপেক্ষা।